ইউক্রেনকে এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করার অনুমোদন দিল মার্কিন প্রশাসন
(last modified Sun, 20 Aug 2023 13:18:41 GMT )
আগস্ট ২০, ২০২৩ ১৯:১৮ Asia/Dhaka
  • ইউক্রেনকে এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করার অনুমোদন দিল মার্কিন প্রশাসন

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য মার্কিন সরকার এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করার অনুমোদন দিয়েছে।

এই বিমান চালানোর ব্যাপারে ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার সাথে সাথেই ডেনমার্ক এবং হল্যান্ড থেকে এফ-১৬ জঙ্গিবিমান ইউক্রেনে পাঠানো হবে।
বৃহস্পতিবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, দুই দেশকেই বাইডেন প্রশাসন আশ্বস্ত করেছে যে, ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার সাথে সাথেই কিয়েভের কাছে এফ-সিক্সটিন জঙ্গিবিমান পাঠানোর অনুমতি দেয়া হবে।
১১ দেশের একটি পশ্চিমা জোট চলতি মাস থেকে ডেনমার্কে পাইলটদের এফ-সিক্সটিন জঙ্গিবিমান চালানোর প্রশিক্ষণ দেয়া শুরু করেছে। প্রশিক্ষণ কর্মসূচিতে হল্যান্ড এবং ডেনমার্ক নেতৃত্বে রয়েছে।
মার্কিন ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আপনারা জানেন যে, প্রশিক্ষণ কর্মসূচিতে ডেনমার্ক এবং হল্যান্ড নেতৃত্ব দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে এফ-সিক্স জঙ্গিবিমান পাঠানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ও পশ্চিমা মিত্ররা বলে আসছিল যে, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ট্যাংক এবং এফ-সিক্সটিন জঙ্গিবিমান দেয়া হবে না। কিন্তু সময়ের ব্যবধানে ইউক্রেনকে তারা এসবই দিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ