রুশ-বিরোধী নিষেধাজ্ঞার জন্য ইউরোপীয় ইউনিয়নকে উপহাস করছে সারা বিশ্ব
https://parstoday.ir/bn/news/world-i127360-রুশ_বিরোধী_নিষেধাজ্ঞার_জন্য_ইউরোপীয়_ইউনিয়নকে_উপহাস_করছে_সারা_বিশ্ব
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, ইউক্রেনকে সমর্থনের মধ্যদিয়ে ইউরোপ নিজেকে ধ্বংস করছে এবং রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা বিশ্ব অঙ্গনে উপহাস সৃষ্টি করেছে। পিটার সিজার্তো বলেন, তার সরকার বিশ্বাস করে অবশ্যই এই মুহূর্তে ইউক্রেন সংকটের অবসান হওয়া উচিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৭, ২০২৩ ১৩:৫৮ Asia/Dhaka
  • হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো
    হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, ইউক্রেনকে সমর্থনের মধ্যদিয়ে ইউরোপ নিজেকে ধ্বংস করছে এবং রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা বিশ্ব অঙ্গনে উপহাস সৃষ্টি করেছে। পিটার সিজার্তো বলেন, তার সরকার বিশ্বাস করে অবশ্যই এই মুহূর্তে ইউক্রেন সংকটের অবসান হওয়া উচিত।

গতকাল শনিবার ট্রানজিট রাজনৈতিক উৎসবে অংশগ্রহণকারীদের তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিতে সফল হয়েছে- এটা বলা একটি চটকদার এবং কাব্যিক অতিরঞ্জন হবে।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট করে বলেন, নিষেধাজ্ঞা আরোপের নীতি ব্যর্থ হয়েছে, বিশ্বের সব জায়গায় ইউরোপীয় নিষেধাজ্ঞার এই নীতি হাসির খোরাকে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, "আমেরিকা ইউক্রেনের ঘটনায় ইউরোপকে প্রতিযোগিতার মধ্যে ফেলেছে যে, কোন দেশ ইউক্রেনকে কত বেশি সাহায্য করতে পারবে। আমেরিকা মূলত সামরিক সাহায্যের প্রতিযোগিতা শুরু করেছে এবং ইউরোপের রাজনীতিবিদরা এই উস্কানিকে গ্রহণ করেছেন। প্রকৃতপক্ষে আমরা এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইউরোপকে ধ্বংস করছি।"

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই হাঙ্গেরি এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সরাসরি বিরোধিতা করে আসছে। তবে দেশটি ইউরোপের সম্মিলিত চাপের কাছে কুলিয়ে উঠতে না পেরে অনেক ক্ষেত্রেই ইউরোপের বিভিন্ন পদক্ষেপকে সমর্থন করতে বাধ্য হচ্ছে। কিন্তু দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বারবার ইউক্রেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছেন। তারা সুস্পষ্ট করে বলেছেন, ইউক্রেন কখনো রাশিয়াকে পরাজিত করার আশা করতে পারে না।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।