ইমরান খানের কারাদণ্ড স্থগিত করে মুক্তির আদেশ দিলো ইসলামাবাদ হাইকোর্ট
(last modified Tue, 29 Aug 2023 12:32:46 GMT )
আগস্ট ২৯, ২০২৩ ১৮:৩২ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির আদেশ দিয়েছে। কারাগারে থাকা ইমরান খানের আবেদন পরীক্ষা করার পর আদালত তার কারাদণ্ড স্থগিত করে মুক্তির আদেশ দেয়।

গত ৫ আগস্ট পাকিস্তানের একটি আদালত সেদেশের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দেয়। সরকারি উপহারের অপব্যবহারের মামলায় তাঁকে কারাদণ্ডের আদেশ দিয়েছিল আদালত। ওই আদেশবলে বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আজ ইমরান খানের কারাদণ্ড স্থগিত করার আদেশ জারি করেছেন। হাইকোর্টের ওই আদেশে আরও বলা হয়েছে: ইমরান খানের বিচার ছিল আইনের পরিপন্থী।

ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পুলিশ ও পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিকে ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি মামলার নতুন তদন্ত রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে, ইমরান খানের অন্যতম আইনজীবী নাঈম পাঞ্জোথা গতকাল (সোমবার) বলেছেন: ইমরান খানের বিরুদ্ধে কোয়েটা শহরে একজন আইনজীবী হত্যার অভিযোগ ছিল। পাকিস্তানের একটি আদালত ওই অভিযোগও নাকচ করে দিয়েছে।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ২০২২ সালের ১০ এপ্রিলে আস্থাভোটে হেরে গিয়ে পদ হারান। শাহবাজ শরীফ তার স্থলাভিষিক্ত হন। ইমরান খান তার পরবর্তী সরকারকে স্বীকৃতি দিতে এখনো রাজি হন নি। ইমরান খান বলছেন, আমেরিকার ষড়যন্ত্রে পাকিস্তানি সেনাবাহিনীর সিনিয়র জেনারেলরা ওই ভোট আয়োজন করেছে। যদিও সেনাবাহিনী তা অস্বীকার করেছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।