আগস্ট ৩০, ২০২৩ ০৯:৫৭ Asia/Dhaka
  •  বাণিজ্যিক ইস্যুকে ‘রাজনীতিকরণ’ করার বিরুদ্ধে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি

বাণিজ্যিক ইস্যুগুলোকে ‘রাজনীতিকরণ’ করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন। বেইজিং বলেছে, এ ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতির জন্য ‘বিপর্যয়কর’ প্রমাণিত হবে।

চীন সফররত মার্কিন বাণিজ্যমন্ত্রী গিনা রেইমোন্ডোর সঙ্গে মঙ্গলবার বেইজিংয়ে এক সাক্ষাতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এই দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে সৃষ্ট ফাটলগুলো জোড়া লাগানোর উদ্দেশ্যে রেইমোন্ডো চারদিনের সফরে বেইজিং  গেছেন।

একাধিক ইস্যুতে চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও দু’দেশই বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখতে আগ্রহী।

সাক্ষাতে চীনের বিরুদ্ধে মার্কিন সরকারের আরোপিত নিষেধাজ্ঞার প্রসঙ্গ তোলেন লি। মার্কিন সরকার দাবি করছে, তার জাতীয় নিরাপত্তার জন্য এরকম নিষেধাজ্ঞা প্রয়োজন। অন্যদিকে বেইজিং মনে করছে, দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিহত করার লক্ষ্যে আমেরিকা এ কাজ করছে।

মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চীনা প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুকে রাজনীতিকরণ এবং নিরাপত্তার ধারণাকে অনর্থক বড় করে তুলে ধরার ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নিষেধাজ্ঞা দুই দেশের ব্যবসায়ী এবং জনগণের স্বার্থকে ক্ষুণ্ন করবে এবং বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়কর প্রভাব ফেলবে বলেও লি কিয়াং মন্তব্য করেন।#

টুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ