ইরান সফরে আসছেন সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান
(last modified Sun, 10 Nov 2024 13:27:23 GMT )
নভেম্বর ১০, ২০২৪ ১৯:২৭ Asia/Dhaka
  • ইরান সফরে আসছেন সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে, সৌদি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান তেহরান সফরে আসেবন। তার সাথে একটি উঁচু পর্যায়ের সামরিক প্রতিনিধি দল থাকবে।

সৌদি সেনাবাহিনীর জেনারেল ফায়াজ বিন হামেদ আল-রাভিলি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বৈঠকে যোগ দিতে তেহরানে পৌঁছাবেন এবং সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির সাথে সাক্ষাৎ করবেন।

সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ রাভিলি এবং মেজর জেনারেল বাকেরির মধ্যে বৈঠকে দ্বিপক্ষীয় এবং প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

ইরান ও সৌদি আরব ২০২৩ সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে। দেশ দুটির মধ্যে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১০