'ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ বলতে তিউনিসিয়ার ডিকশনারিতে কোনো শব্দ নেই'
https://parstoday.ir/bn/news/world-i127500-'ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_স্বাভাবিকীকরণ_বলতে_তিউনিসিয়ার_ডিকশনারিতে_কোনো_শব্দ_নেই'
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ বলতে কোনো শব্দ তিউনিসিয়ার ডিকশনারিতে নেই। দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ গতকাল (মঙ্গলবার) একথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ৩০, ২০২৩ ১৯:৩৬ Asia/Dhaka
  • কায়েস সাঈদ
    কায়েস সাঈদ

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ বলতে কোনো শব্দ তিউনিসিয়ার ডিকশনারিতে নেই। দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ গতকাল (মঙ্গলবার) একথা বলেছেন।

আরব এবং অনারব মুসলিম দেশগুলোতে নিযুক্ত তিউনিসিয়ার রাষ্ট্রদূতদের এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট সাঈদ এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট ঘোষণা দেন যে, ফিলিস্তিনি ভূখণ্ড ফিলিস্তিনিদের কাছেই থাকতে হবে।প্রেসিডেন্ট কায়েস সাঈদ তার দেশের রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে বলেন, যদিও ফিলিস্তিনি রাষ্ট্রের রাষ্ট্রদূত রয়েছেন তবুও ফিলিস্তিনিদের কথা আপনারা ভুলে যাবেন না, তাদের অধিকার, তাদের ন্যায্য অধিকারের প্রতি আপনারা খেয়াল রাখবেন।

তিউনিসিয়ার প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি সমস্যা সবসময় পুরো মুসলিম বিশ্বের মূল সমস্যা বলে গণ্য, যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের কথা বলে তাদের জন্যও এ কথা প্রযোজ্য। আসলে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এই শব্দটির কোনো অস্তিত্ব থাকা ঠিক নয়।

প্রেসিডেন্ট কায়েস সাঈদ বলেন, পুরো অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা হওয়া দরকার এবং পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

এর আগে ইসরাইলের বেশ কয়েকজন কর্মকর্তা তিউনিসিয়া সফর করেছেন বলে খবর বেরিয়েছে। এরপর প্রেসিডেন্ট কায়েস সাঈদ এই বক্তব্য দিলেন।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।