নওয়াজ শরীফের মুসলিম লীগকে দুষছেন ফজলুর রহমানের জমিয়ত
https://parstoday.ir/bn/news/world-i127864-নওয়াজ_শরীফের_মুসলিম_লীগকে_দুষছেন_ফজলুর_রহমানের_জমিয়ত
পাকিস্তানে ভয়াবহ মুদ্রাস্ফীতির জন্য শাসক জোটের প্রধান শরিক দল নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগকে দোষারোপ করেছে মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম। দুই চির প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির নেতৃত্বে যে জোট সরকার পাকিস্তান শাসন করছে তার অন্যতম শরীক দল হচ্ছে ফজলুর রহমানের জমিয়ত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০২৩ ১৮:১৬ Asia/Dhaka
  • শাহবাজ শরীফ (বামে) ও ফজলুর রহমান (ডানে)
    শাহবাজ শরীফ (বামে) ও ফজলুর রহমান (ডানে)

পাকিস্তানে ভয়াবহ মুদ্রাস্ফীতির জন্য শাসক জোটের প্রধান শরিক দল নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগকে দোষারোপ করেছে মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম। দুই চির প্রতিদ্বন্দ্বী মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির নেতৃত্বে যে জোট সরকার পাকিস্তান শাসন করছে তার অন্যতম শরীক দল হচ্ছে ফজলুর রহমানের জমিয়ত।

পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে দেয়া সাক্ষাৎকারে এই দলের আরেক নেতা মাওলানা আমজাদ খান বলেছেন, দেশের প্রধান মন্ত্রণালয়গুলো এবং প্রধানমন্ত্রীত্ব নওয়াজ শরীফের মুসলিম লীগের নিয়ন্ত্রণে। পাশাপাশি যে জোট সরকার রয়েছে তাতে জমিয়তে উলামায়ে ইসলামের অংশগ্রহণ খুব সামান্যই। সে কারণে দেশের ভয়াবহ মুদ্রাস্ফীতির জন্য ফজলুর রহমানের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলামকে দোষারোপ করা যায় না।

এর পরপরই আমজাদ খান বলেন, বিশ্বব্যাপী পণ্যমূল্য ব্যাপকভাবে বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি এবং পণ্য মূল্য বৃদ্ধির ঘটনা শুধু এককভাবে পাকিস্তানে ঘটেনি।

এক্সপ্রেস ট্রিবিউনের পক্ষ থেকে মাওলানা আমজাদ খানকে জিজ্ঞেস করা হয়, যেহেতু তারা সরকারের শরিক দল এবং অন্যদের সঙ্গে দেশ শাসনে তাদের অংশগ্রহণ রয়েছে সেক্ষেত্রে এই মুদ্রাস্ফীতির জন্য তাদের দায় আছে কিনা। জবাবে নিজেদের দায় এড়িয়ে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগকে দায়ী করেছেন মাওলানা আমজাদ খান।
পাকিস্তানে ভয়াবহ মূল্যস্ফীতির প্রতিবাদে গত সপ্তাহে দেশজুড়ে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ফলে এ মুহূর্তে মূল্যস্ফীতির কারণে পাকিস্তানের জোট সরকার চাপের মুখে পড়েছে।#
পার্সটুডে/এসআইবি/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।