সেপ্টেম্বর ০৯, ২০২৩ ১৫:২৮ Asia/Dhaka

আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ৬.৮ মাত্রার ভূমিকম্প মৃতের সংখ্যা বেড়ে ১,০৩৭- এ পৌঁছেছে। গতরাত ১১টা ১১ মিনিটের সময় এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হাই আটলাস পর্বতমালার দুর্গম অঞ্চলে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, রিখটারস্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮। রাজধানী মারাকেশ থেকে ৭১ কিলোমিটর দক্ষিণ-পশ্চিমে আটলাস পর্বতমালা ছিল এ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু।

ভূগর্ভের ১৮.৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে।মরক্কোর সদস্য মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল-হাউজ, মারাকেশ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকায় ভূমিকম্পে এই প্রাণহানি হয়েছে।

আহত লোকজনকে এসব এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রতিবেশী আলজেরিয়া থেকেও এই ভূমিকম্প অনুভূত হয় তবে দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ