'আমি সবসময় রাশিয়ার পাশে থাকব'
https://parstoday.ir/bn/news/world-i128066-'আমি_সবসময়_রাশিয়ার_পাশে_থাকব'
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা করেছেন যে, আমেরিকার সঙ্গে রাশিয়া এবং দেশটির জনগণের সংকটকালে পিয়ংইয়ং সবসময় মস্কোর পাশে থাকবে। মস্কোয় এক দুর্লভ সফরে গিয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১৯:৩৬ Asia/Dhaka
  • 'আমি সবসময় রাশিয়ার পাশে থাকব'

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা করেছেন যে, আমেরিকার সঙ্গে রাশিয়া এবং দেশটির জনগণের সংকটকালে পিয়ংইয়ং সবসময় মস্কোর পাশে থাকবে। মস্কোয় এক দুর্লভ সফরে গিয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন।

সফরকালে প্রেসিডেন্ট কিম জং উন আজ (বুধবার) রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলের একটি মহাকাশ গবেষণাকেন্দ্রে সাক্ষাৎ করেন।
কিম জং উন বলেন, রাশিয়া তার জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তা রক্ষায় পবিত্র যুদ্ধের জন্য বলদর্পি শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এ অবস্থায় উত্তর কোরিয়া সব সময় রাশিয়ার পাশে থাকবে।
আমুর অঞ্চলের ভসটোচনি কসমোড্রোম মহাকাশ কেন্দ্রে রাশিয়া এবং উত্তর কোরিয়ার দুটি প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে একান্ত বৈঠক করেছেন প্রেসিডেন্ট পুতিন ও কিম জং উন। বৈঠকটি পুরো এক ঘন্টা স্থায়ী হয়। সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 
উত্তর কোরিয়ার রাশিয়া সফরের আগে মার্কিন কর্মকর্তারা মস্কোর কাছে অস্ত্র না বিক্রি করতে কিম জং উনকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।#
পার্সটুডে/এসআইবি/১৩