উত্তর কোরিয়ার নেতাকে নিজেদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দেখাচ্ছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i128204-উত্তর_কোরিয়ার_নেতাকে_নিজেদের_অত্যাধুনিক_অস্ত্রশস্ত্র_দেখাচ্ছে_রাশিয়া
রাশিয়া সফররত উত্তর কোরীয় নেতা কিম জং উন রুশ নির্মিত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দেখেছেন। এসব যুদ্ধ সরঞ্জামের মধ্যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমানও ছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১৮:৫২ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার নেতাকে নিজেদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দেখাচ্ছে রাশিয়া

রাশিয়া সফররত উত্তর কোরীয় নেতা কিম জং উন রুশ নির্মিত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দেখেছেন। এসব যুদ্ধ সরঞ্জামের মধ্যে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমানও ছিল।

উত্তর কোরিয়ার নেতা তার এই সফরে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে অবস্থিত মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান, সামরিক ও অন্যান্য প্রযুক্তিগত স্থাপনা ঘুরে দেখেন।

কিম গতকাল শনিবার ভ্লাদিভস্তক থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত আর্তিয়ম শহরে পৌঁছান বলে জানান রাশিয়ার প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কোঝেমিয়াকো। গভর্নরের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, হাস্যোজ্জ্বল কিম তার সুরক্ষিত ব্যক্তিগত ট্রেনে করে সেখানে পৌঁছান। শিশুরা তাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে। সমরাস্ত্র পরিদর্শনের সময় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও অন্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিমকে রাশিয়ার হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র দেখান শোইগু।

এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথাগত ওয়ারহেডের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। দেড় থেকে দুই হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি ৪৮০ কেজি বিস্ফোরকবাহী ওয়ারহেড বহন করতে পারে। শব্দের চেয়ে ১০ গুণ গতিতে ছুটতে পারে কিনঝাল ক্ষেপণাস্ত্র।

গত বুধবার রাশিয়া সফর শুরু করেন উত্তর কোরীয় নেতা। এদিন রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র ভস্তোচনি কসমোড্রোমে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন কিম। #

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।