লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে
https://parstoday.ir/bn/news/world-i128208-লিবিয়ায়_ঘূর্ণিঝড়_ও_বন্যায়_মৃতের_সংখ্যা_১১_হাজার_৩০০_ছাড়িয়েছে
লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যার এক সপ্তাহ পর মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে। নিখোঁজ আছেন আরও ১০ হাজার ১০০ জন। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ১৯:২০ Asia/Dhaka
  • লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যার এক সপ্তাহ পর মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে। নিখোঁজ আছেন আরও ১০ হাজার ১০০ জন। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

সাগর থেকে বহু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে। 

জাতিসংঘের মানবিক উদ্যোগ সমন্বয় কার্যালয়ের পক্ষ থেকে আজ (রোববার) এ তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড় ও বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপকূলীয় শহর ডেরনা। শহরটির সর্বত্রই কেবল ধ্বংসের ছাপ। 

এছাড়া, দেশের অন্যান্য এলাকায় বন্যা কবলিত হয়ে মারা গেছেন আরও ১৭০ জন। সারা দেশে প্রায় ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ঘূর্ণিঝড় ও বন্যার পর দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটিতে গত কয়েক বছর ধরেই গৃহযুদ্ধ চলছে। এ অবস্থায় লিবিয়ার জনগণ কঠিন সংকটের মুখে পড়েছে।

এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের প্রায় ১ সপ্তাহ পর এখন সেখানে জরুরি সেবা ও ত্রাণ আসতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। দ্রুত ত্রাণ পাঠানো উচিত ছিল বলে স্বেচ্ছাসেবীরা জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।