সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই ইউক্রেনে হস্তক্ষেপ করছে আমেরিকা
(last modified Thu, 21 Sep 2023 08:34:53 GMT )
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১৪:৩৪ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন যে, সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা শক্তি ইউক্রেনে হস্তক্ষেপ করে আসছে। পশ্চিমা নীতি এই দেশটিতে বাস্তবায়ন করার জন্যই তারা এই হস্তক্ষেপমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আলবেনিয়ার অনুরোধে এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়।

ল্যাভরভ এই বক্তব্য যখন দেন তখন সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন উপস্থিত ছিলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী এ সময় আরো বলেন, বহু বছর ধরে পশ্চিমা শক্তিগুলো ইউক্রেনকে অস্ত্র দিয়েছে এবং সেই অস্ত্র নিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ করতে বাধ্য করেছে। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করার নীতি এভাবে বহুবার পদদলিত হয়েছে।

রাশিয়া বিভিন্ন সময় নিরাপত্তা পরিষদে যে ভেটো ক্ষমতা ব্যবহার করেছে তার পক্ষ সমর্থন করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি জাতিসংঘের সনদ অনুযায়ী বৈধ একটি উপায় এবং এর মধ্য দিয়ে বিশ্ব সংস্থাকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে রাশিয়া।এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভেটো ক্ষমতা প্রত্যাহার করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। নিরাপত্তা পরিষদের গতকালের বৈঠকে মূলত এই বক্তব্যের জবাব দিয়েছেন সের্গেই ল্যাভরভ।

এসময় তিনি ইউক্রেন সরকারকে দেশের পূর্বাঞ্চলে রুশ ভাষাভাষী নাগরিকদের ওপর হত্যাযজ্ঞ ও নিপীড়ন চালানোর জন্য অভিযুক্ত করেন। তিনি আরো বলেন, ইউক্রেন সংকট থেকে বেরিয়ে আসার জন্য রাশিয়া যেকোনো আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। কিন্তু জেলেনস্কি সবসময় আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংকট সমাধানের জন্য যেকোন আলোচনায় বসতে নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মস্কো মনে করে মার্কিন সরকার যদি জেলেনস্কিকে নির্দেশ দেয় তাহলে এই নিষেধাজ্ঞা তুলে নেবে এবং সংকটের সমাধান হবে। আমেরিকার জন্য এই নির্দেশ দেয়া কঠিন কোন কাজ নয় বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ