ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে পোল্যান্ড
https://parstoday.ir/bn/news/world-i128372-ইউক্রেনকে_অস্ত্র_সরবরাহ_করা_বন্ধ_করে_দিয়েছে_পোল্যান্ড
ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাতেউজ মোরাভিকি গতকাল (বুধবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২৩ ১৮:২৯ Asia/Dhaka
  • ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে পোল্যান্ড

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাতেউজ মোরাভিকি গতকাল (বুধবার) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পরিবর্তে পোল্যান্ড এখন থেকে নিজের নিরাপত্তার দিকে মনোযোগ দেবে। ইউক্রেন থেকে খাদ্যশস্য আমদানি করা নিয়ে দু দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন দেখা দেয়ার পর এই সিদ্ধান্ত নিলো ওয়ারশ। ইউক্রেনের খাদ্যশস্য আমদানি করার ফলে পোল্যান্ডের স্থানীয় কৃষক ও কৃষিপণ্যের বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রধানমন্ত্রী মোরাভিকি বলেন, “আমরা আর ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছি না কারণ আমরা এখন পোল্যান্ডকে আরো বেশি অত্যাধুনিক আছে সজ্জিত করার কাজ করছি।”
তিনি তার বক্তব্যের শেষ পর্যায়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রয়োজনে ইউক্রেনের উপরে আরো বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তারা বুঝতে পারছে না ইউক্রেনের খাদ্যশস্যের কারণে পোল্যান্ডের কৃষি শিল্প কতটা অস্থিতিশীল হয়ে উঠেছে। 
সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে মারাত্মক রকমের বাণিজ্য সংঘাত দেখা দিয়েছে। রাশিয়ার সঙ্গে দ্বন্দ্বের জের ধরে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি বন্ধ হওয়ার ফলে ইউক্রেনের খাদ্যশস্য মধ্য ও পশ্চিম ইউরোপের বাজারগুলোতে স্থলপথে ব্যাপকভাবে প্রবেশ করে। এতে প্রতিবেশী পোল্যান্ডসহ অনেক দেশে খাদ্যশস্যের দাম মারাত্মকভাবে কমে যায় এবং স্থানীয় উৎপাদনকারীরা সর্বনাশের মুখে পড়ে।#
পার্সটুডে/এসআইবি/২১