আর কখনও আমাদের অপমান করবেন না: ইউক্রেনকে পোল্যান্ডের হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i128488-আর_কখনও_আমাদের_অপমান_করবেন_না_ইউক্রেনকে_পোল্যান্ডের_হুঁশিয়ারি
আন্তর্জাতিক অঙ্গনে আবার পোল্যান্ডের ‘কুৎসা রটনার’ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে দিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী ম্যাতিউজ মোরাইয়িকি। খাদ্যশষ্য রপ্তানি নিয়ে ওয়ারশ’ ও কিয়েভের মধ্যে যখন প্রচণ্ড বাক্য বিনিময় চলছে তখন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১৪:৫৫ Asia/Dhaka
  • পোলিশ প্রধানমন্ত্রী ম্যাতিউজ মোরাইয়িকি
    পোলিশ প্রধানমন্ত্রী ম্যাতিউজ মোরাইয়িকি

আন্তর্জাতিক অঙ্গনে আবার পোল্যান্ডের ‘কুৎসা রটনার’ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে দিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী ম্যাতিউজ মোরাইয়িকি। খাদ্যশষ্য রপ্তানি নিয়ে ওয়ারশ’ ও কিয়েভের মধ্যে যখন প্রচণ্ড বাক্য বিনিময় চলছে তখন এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী।

তিনি পোল্যান্ডের সুইডনিক শহরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আরেকবার পোল্যান্ডকে অপমান করার ব্যাপারে সতর্ক করে দিচ্ছি; তিনি জাতিসংঘে দেয়া সাম্প্রতিক ভাষণে যেমনটি করেছেন।”

পোল্যান্ডের প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের জনগণকে যেকোনো ধরনের অপমানের হাত থেকে রক্ষা করা তার সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি আরো বলেন, চলমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ওয়ারশ’ নিজের স্বার্থ রক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে  বলেন, ‘ইউরোপে আমাদের কিছু বন্ধু রাষ্ট্র রাজনৈতিক মঞ্চে আমাদের প্রতি সংহতি জানাচ্ছেন। তারা শস্য রপ্তানির বিষয়টিকে রোমাঞ্চকর দৃশ্যে পরিণত করতে চান।’

সপ্তাহখানেক আগে ইউক্রেন থেকে শস্য আমদানি নিষিদ্ধ করেছে পোল্যান্ড। তবে দেশটি তার ভূখণ্ড ব্যবহার করে ইউরোপের অন্যান্য দেশে ইউক্রেনের শস্য রপ্তানি করার সুযোগ অব্যাহত রেখেছে। তার পরও জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে জেলেনস্কি পোল্যান্ডের সমালোচনা করেন।

পোল্যান্ডের ভূমি ব্যবহার করে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করছে। এছাড়া, পোল্যান্ডের ভূমিতে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রজেজ দুদা সম্প্রতি এক বক্তৃতায় কিয়েভকে পানিতে তলিয়ে যাওয়া এমন মানুষ হিসেবে অভিহিত করেন যে তাকে সাহায্য করতে আসা মানুষদের পানিতে ডুবিয়ে  দেয়ার চেষ্টা করছে। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/২৪