পরমাণু বোমার অধিকারী দেশের সংখ্যা বৃদ্ধি প্রত্যাশিত নয়: ল্যাভরভ
https://parstoday.ir/bn/news/world-i128502-পরমাণু_বোমার_অধিকারী_দেশের_সংখ্যা_বৃদ্ধি_প্রত্যাশিত_নয়_ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন: পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি ইরানের নেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এ পর্যন্ত বহুবার ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে অনুমোদন করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১৬:৪৫ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন: পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচি ইরানের নেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এ পর্যন্ত বহুবার ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে অনুমোদন করেছে।

ইরানও সবসময় বলেছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবার অধিকার তেহরানের রয়েছে।বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অবকাশে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ওই সম্মেলনে তিনি পারমাণবিক বোমা তৈরি 'হারাম' সংক্রান্ত ইরানের সর্বোচ্চ নেতার ফতোয়ার কথা উল্লেখ করেন। ল্যাভরভ বলেন ওই ফতোয়ার কারণে ইরান বারবার জোর দিয়ে বলেছে যে পরমাণু অস্ত্র তৈরির কোনো কর্মসূচি তেহরানের নেই।

তিনি আরও বলেন: ইরানের সর্বোচ্চ নেতার ওই ফতোয়া জারির কারণে আমরাও মনে করি ইরান যেহেতু পরমাণু বোমা তৈরি করবে না, তাই ইরানের প্রতিবেশীরাও ওই পথে যেতে প্রলুব্ধ হবে না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পৃথিবীতে আরও পরমাণু বোমার অধিকারী দেশের  উপস্থিতি কেউ প্রত্যাশা করে না।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।