নির্বাচন অনুষ্ঠানের জন্য পশ্চিমা কর্মকর্তারা জেলেনস্কিকে চাপ দিচ্ছেন
https://parstoday.ir/bn/news/world-i128536-নির্বাচন_অনুষ্ঠানের_জন্য_পশ্চিমা_কর্মকর্তারা_জেলেনস্কিকে_চাপ_দিচ্ছেন
পশ্চিমা সরকারি কর্মকর্তারা ইউক্রেনে জাতীয় সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য ভলোদিমির জেলেনস্কি সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন। তবে ইউক্রেনের কর্মকর্তারা এই চাপ ঠেকানোর চেষ্টা করছেন। মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট গতকাল (রোববার) এই খবর দিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১৩:৫৬ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেনস্কি
    ভলোদিমির জেলেনস্কি

পশ্চিমা সরকারি কর্মকর্তারা ইউক্রেনে জাতীয় সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য ভলোদিমির জেলেনস্কি সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন। তবে ইউক্রেনের কর্মকর্তারা এই চাপ ঠেকানোর চেষ্টা করছেন। মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট গতকাল (রোববার) এই খবর দিয়েছে।

ইউরোপিয়ান কাউন্সিলের পার্লামেন্টারি অ্যাসেম্বলির প্রধান টিনি কক্স, মার্কিন ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লু মেনথাল ও এলিজাবেথ ওয়ারেনসহ কয়েকজন পশ্চিমা রাজনীতিবিদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের এই আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম।

তবে ইউক্রেনের কয়েকজন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে দেশে নির্বাচন অনুষ্ঠান কার্যত অসম্ভব ব্যাপার। নির্বাচন অনুষ্ঠানের পরামর্শকে তারা ‘মন্দ পরামর্শ’ বলে মন্তব্য করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের একজন নিরাপত্তা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, গোপন চ্যানেলের মাধ্যমে রাশিয়া মূলত পশ্চিমা রাজনীতিবিদদের এই অবস্থায় নিয়ে গেছে এবং তারা এখন নির্বাচন অনুষ্ঠানের জন্য ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করছেন।#

পার্সটুডে/এসআইবি/২৫