মার্কিন আব্রামস ট্যাংকের প্রথম চালান পৌঁছেছে ইউক্রেনে
(last modified Tue, 26 Sep 2023 05:19:30 GMT )
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১১:১৯ Asia/Dhaka
  • মার্কিন আব্রামস ট্যাংকের প্রথম চালান পৌঁছেছে ইউক্রেনে

আমেরিকায় তৈরি বৃহদাকার এমওয়ান আব্রামস ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে বলে খবর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গতকাল (সোমবার) দিনের শুরুতে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ সংক্রান্ত যে খবর দিয়েছিল দিনশেষে তা নিশ্চিত করে একথা জানান জেলেনস্কি।

সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে জেলেস্কি বলেন, এরইমধ্যে আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে এবং সেগুলোকে ফ্রন্টে মোতায়েনের প্রস্তুতি চলছে। তিনি এজন্য কিয়েভের পশ্চিমা মিত্রদের ধন্যবাদ জানান।

এর আগে দু’জন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আব্রামস ট্যাংক প্রতিশ্রুত সময়ের চেয়ে কয়েক মাস আগেই ইউক্রেনে পৌঁছেছে। এসব ট্যাংক ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ‘পাল্টা হামলায়’ সাহায্য করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তিন মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের পাল্টা আক্রমণ এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওই দুই কর্মকর্তা বলেন, ‘আগামীতে আরও বেশি এমওয়ান আব্রামস ট্যাংক ইউক্রেনে পাঠানো হবে।’

তবে এখন পর্যন্ত আমেরিকায় তৈরি কতোটি আব্রামস ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে তা নিউ ইয়র্ক টাইমস বা জেলেনস্কি কেউই জানানি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারি মাসে ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাংক দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, এসব ট্যাংকের সঙ্গে সাঁজোয়া যানবিধ্বংসী ইউরেনিয়ামসমৃদ্ধ ১২০ মিলিমিটারের গোলাও সরবরাহ করা হবে।  ইউক্রেনীয় বাহিনীর পক্ষে ব্যবহার করা সম্ভব নয়- এমন অভিযোগে শুরুতে আব্রামস ট্যাংক দিতে রাজি ছিল না মার্কিন সরকার। পরে ইউক্রেন ও দেশটির ইউরোপীয় মিত্রদের চাপের মুখে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে ওয়াশিংটন।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ