ফিলিস্তিনে প্রথম সৌদি রাষ্ট্রদূত, স্বাগত জানালো পিএ
(last modified Tue, 26 Sep 2023 09:13:43 GMT )
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১৫:১৩ Asia/Dhaka
  • ফিলিস্তিনে প্রথম  সৌদি রাষ্ট্রদূত, স্বাগত জানালো পিএ

ফিলিস্তিনে প্রথমবারের মতো সৌদি আরব একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

গতকাল (সোমবার) নতুন রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছান এবং আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন।

ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও’র নির্বাহী কমিটির মহাসচিব হোসেইন আল-শেখ সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি রাষ্ট্রদূত সুদাইরি আজ মঙ্গল ও আগামীকাল বুধবার রামাল্লাহ সফর করবেন। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে এই সফরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। রাষ্ট্রদূত নিয়োগের মধ্য দিয়ে দুই দেশের যৌথ সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলেও ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ রামাল্লাহ শহর থেকে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আপাতত সৌদি রাষ্ট্রদূতও সেখান থেকে কাজ করবেন।

গত ১৩ই আগস্ট সৌদি আরব জর্দানে নিযুক্ত রাষ্ট্রদূত সুদাইরিকে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। পাশাপাশি পবিত্র আল-কুদস শহরে একটি কনসাল জেনারেল অফিস খোলার কথাও জানায়। ইহুদিবাদী ইসরাইল সে সময় সৌদি আরবের এই ধারণা প্রত্যাখ্যান করে। ইসরাইল আল-কুদস শহরকে নিজের রাজধানী বলে দাবি করে। তবে আমেরিকা ছাড়া বিশ্বের উল্লেখযোগ্য কোনো দেশ আল-কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় না। ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের জন্য আল-কুদস শহরে কোনো ধরনের কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয় না।#

পার্সটুডে/এসআইবি/২৬

ট্যাগ