গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিশ্ববাসীর ডাকে সাড়া দিন: পশ্চিমাদের উদ্দেশে হানিয়া
(last modified Sun, 05 Nov 2023 10:14:36 GMT )
নভেম্বর ০৫, ২০২৩ ১৬:১৪ Asia/Dhaka
  • ইসমাইল হানিয়া
    ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান বলেছেন: আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের উচিত গাজায় যুদ্ধবিরতির জন্য নিজ নিজ দেশের জনগণের আহ্বানে সাড়া দেওয়া।

ইসমাইল হানিয়া পশ্চিমা দেশগুলিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসা হাজার হাজার জনতাকে অভিনন্দন জানান। তিনি তাদের প্রশংসা করে বলেন: আমেরিকার ওয়াশিংটনসহ পশ্চিমা বহু দেশের রাজপথে গাজায় গণহত্যা  বন্ধের দাবিতে যারা নেমে এসেছে সেই বিশাল জনতাকে আমি অভিনন্দন জানাই। তিনি বলেন পশ্চিমা লাখো জনতা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং গাজায় অবিলম্বে যুদ্ধের নামে গণহত্যা বন্ধ করার জন্য সোচ্চার দাবি তুলেছে।

ইসমাইল হানিয়া আজ (রবিবার ) এক বিবৃতিতে আরও বলেন: বিশ্বের বিভিন্ন স্থানে ইসরাইল বিরোধী এ ধরনের বিশাল বিশাল জনসমাবেশ প্রমাণ করে বিশ্বের স্বাধীনতাকামী জনগণ দখলদার ইসরাইলের যুদ্ধকামী নীতি এবং তাদের নৃশংস হত্যাকাণ্ডে চরম অতীষ্ঠ। হামাসের এই নেতা বলেন:  ইসরাইলের মদদদাতা মার্কিন প্রশাসন এবং তাদের মিত্র দেশগুলোর উচিত তাদের নিজ নিজ দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের আহ্বান শোনা।

তিনি আরো বলেন: আমরা লক্ষ্য করেছি বিশ্বের মানুষ উচ্চস্বরে স্লোগান দিচ্ছে: ফিলিস্তিনের স্বাধীনতা এবং তাদের প্রতিরোধ বৈধ। সেইসাথে ইসরাইলি দখলদারিত্বের পতন হবে' বলেও তারা শ্লোগান দিয়েছে বলে বিবৃতিতে হানিয়া উল্লেখ করেন।#

পার্সটুডে/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

 

ট্যাগ