ফিলিস্তিনের পক্ষে কথা বলায় বরখাস্ত হলেন স্পেনের সেই মন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i131092-ফিলিস্তিনের_পক্ষে_কথা_বলায়_বরখাস্ত_হলেন_স্পেনের_সেই_মন্ত্রী
ফিলিস্তিনকে সমর্থন করার দায়ে স্পেনের সামাজিক অধিকার রক্ষা বিষয়কমন্ত্রী ইয়ন ব্যালেরাকে বরখাস্ত করেছেন সেদেশের প্রধানমন্ত্রী। ইউরোপের এই মন্ত্রী একাই গাজায় ইসরাইলি গণহত্যার বিরোধিতা করে আসছিলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২১, ২০২৩ ১৮:৪৭ Asia/Dhaka
  • ইয়ন ব্যালেরা
    ইয়ন ব্যালেরা

ফিলিস্তিনকে সমর্থন করার দায়ে স্পেনের সামাজিক অধিকার রক্ষা বিষয়কমন্ত্রী ইয়ন ব্যালেরাকে বরখাস্ত করেছেন সেদেশের প্রধানমন্ত্রী। ইউরোপের এই মন্ত্রী একাই গাজায় ইসরাইলি গণহত্যার বিরোধিতা করে আসছিলেন।

কয়েক দিন আগে তিনি বলেছেন, সবাইকে সামনে ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। এর আগে তিনি গাজায় বর্বর আগ্রাসন ও নির্বিচারে নারী, শিশু ও বেসামরিক লোকজন হত্যা করার জন্য দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাস্তি দাবি করেছিলেন। একই সঙ্গে তিনি ইসরাইলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছিলেন। 

ইউরোপীয় এই মন্ত্রী স্পষ্টভাবে বলেছিলেন, 'আমাদের নিষ্ক্রিয়তা ইসরাইলকে গণহত্যা চালাতে সহযোগিতা করছে। ইউরোপীয় নেতাদের উদ্দেশে সহজ বার্তাটি হলো আমাদেরকে ইসরাইলের এই গণহত্যার সহযোগী বানাবেন না। ইউরোপীয় ইউনিয়নের নামে কোনো কাজ করবেন না।

গাজায় গণহত্যার প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো। গাজায় গণহত্যা শুরুর পরপরই ইউরোপ ও আমেরিকার নেতারা ইসরাইল সফর করে দখলদারদের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছিলেন।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।