‘ইউক্রেন রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, জীবাণু অস্ত্র ব্যবহার করতে পারে’
(last modified Wed, 29 Nov 2023 14:39:18 GMT )
নভেম্বর ২৯, ২০২৩ ২০:৩৯ Asia/Dhaka
  • ‘ইউক্রেন রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, জীবাণু অস্ত্র ব্যবহার করতে পারে’

রাশিয়ার নিউক্লিয়ার, বায়োলজিক্যাল ও কেমিক্যাল প্রোটেকশন ট্রুপসের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ বলেছেন, ইউক্রেনের সেনারা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ১৭ বার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে এবং এতে অন্তত ১৫ নিহত হয়েছে।

রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলবর্তী শহর সোচিতে অনুষ্ঠিত তরুণ বিজ্ঞানীদের এক সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা নিশ্চিত করেছি যে, রাশিয়ান ফেডারেশনের প্রশাসনের কর্মকর্তাদের ওপর বিষ প্রয়োগ করা হয়েছে। এছাড়া, আমরা দেখেছি যে, অনেকগুলো রাসায়নিক যৌগ ব্যবহার করা হয়েছিল যেগুলোর বেশিরভাগই একটি দেশে তৈরি করা হয়েছে।" তবে এটি কোন দেশের তা তিনি উল্লেখ করেননি।

হেগ শহরে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা সংস্থা বা ওপিসিডাব্লিউ-এর কাছে রাশিয়া ইউক্রেনের বিষ প্রয়োগের প্রমাণ তুলে ধরার একদিন পর কিরিলভের এ বক্তব্য এলো। 

ওপিসিডাব্লিউকে রাশিয়ার বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী কিরিল লাইসোগর্স্কি সোমবার বলেন, "আমাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের ইউরো-আটলান্টিক মিত্ররা ইউক্রেনকে বিষাক্ত রাসায়নিক এবং সেগুলো ব্যবহারের উপাদান সরবরাহ করেছে।"#

পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ