মস্কোয় গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রেসিডেন্ট রায়িসি ও পুতিনের ৫ ঘণ্টাব্যাপী বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i131842-মস্কোয়_গুরুত্বপূর্ণ_ইস্যুতে_প্রেসিডেন্ট_রায়িসি_ও_পুতিনের_৫_ঘণ্টাব্যাপী_বৈঠক
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে মস্কোয় ৫ ঘন্টাব্যাপী আলোচনা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান মস্কোর ওই বৈঠকের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ব্যক্তিগত পৃষ্ঠায় একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন: দুই নেতার মধ্যে আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফিলিস্তিন ইস্যু।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৮:৫৫ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে মস্কোয় ৫ ঘন্টাব্যাপী আলোচনা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান মস্কোর ওই বৈঠকের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ব্যক্তিগত পৃষ্ঠায় একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন: দুই নেতার মধ্যে আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফিলিস্তিন ইস্যু।

ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে এক দিনের সফরে গতকাল (বৃহস্পতিবার) মস্কো সফরে যান।বার্তা সংস্থা ইরনা ওই খবর দিয়েছে। আমির আবদুল্লাহিয়ান বলেন: রাশিয়া ও ইরানের প্রেসিডেন্টের আলোচনার মধ্যে গাজা ইস্যুতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ছিল। যেমন: অবিলম্বে গাজা এবং পশ্চিম তীরে যুদ্ধ ও গণহত্যা বন্ধ করা। গাজার বাসিন্দাদের জোরপূর্বক অভিবাসন বন্ধ করা। গাজায় ব্যাপক মানবিক ত্রাণ সাহায্য পাঠানোর সুবিধার্থে অবিলম্বে রাফাহ ক্রসিং খুলে দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন উভয় নেতা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে জোর দিয়ে বলেছেন: রাশিয়া ওই ইস্যুগুলোর ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা ভাবছে। আমির আবদুল্লাহিয়ান প্রেসিডেন্ট রায়িসি এবং পুতিনের মধ্যকার আলোচনার অন্যান্য বিষয় সম্পর্কেও সামাজিক মাধ্যমে লিখেছেন। তিনি লিখেছেন: দু'দেশের মধ্যে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলোও দুই প্রেসিডেন্টের আলোচনায় গুরুত্ব পেয়েছে।

প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান ইসরাইলি অপরাধযজ্ঞকে 'গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ' বলে উল্লেখ করেন। সেইসাথে অবিলম্বে ওই গণহত্যা ও নির্বিচার বোমাবর্ষণ বন্ধ করে এর একটি সমাধানসূত্র বের করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।

পুতিন সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেছেন। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি কর্মকর্তাদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। আরব দেশগুলো সফর করার পরদিনই পুতিনের সঙ্গে মস্কোয় সাক্ষাৎ করলেন প্রেসিডেন্ট রায়িসি। মধ্যপ্রাচ্য সফরে পুতিন গাজা ও ইউক্রেন পরিস্থিতির পাশাপাশি ওপেকের পক্ষ থেকে তেলের দাম বৃদ্ধির প্রচেষ্টা নিয়েও আলোচনা করেছেন। প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে আলোচনাকালে পুতিন বলেন: আমরা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করছি। ইরানের সঙ্গে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের শুল্কমুক্ত বাণিজ্য বিনিময়ের উপায় নিয়েও রাশিয়া কাজ করছে বলে প্রেসিডেন্ট পুতিন ইরানি প্রেসিডেন্টকে জানান।

উল্লেখ্য যে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে। সম্প্রতি দেশ দু'টি  একতরফা মার্কিন নিষেধাজ্ঞা যৌথভাবে মোকাবেলা করার বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে।#

পার্সটুডে/এনএম/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।