পাকিস্তানে সন্ত্রাসী হামলা ও সংঘর্ষে ২৫ সেনাসহ নিহত ৫২
(last modified Tue, 12 Dec 2023 14:11:06 GMT )
ডিসেম্বর ১২, ২০২৩ ২০:১১ Asia/Dhaka
  • হামলার সতর্ক অবস্থানে পাকিস্তানি সেনাবাহিনী
    হামলার সতর্ক অবস্থানে পাকিস্তানি সেনাবাহিনী

পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান এলাকায় আলাদা তিনটি ঘটনায় ২৫ সেনাসহ ৫২ জন নিহত হয়েছে।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আজ (মঙ্গলবার) সকালে ডেরা ইসমাইল খানের একটি চেকপোস্টে ছয় জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়েছে। ওই চেকপোস্টটি আফগানিস্তান সীমান্তের কাছেই অবস্থিত। আত্মঘাতী জঙ্গিরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে চেকপোস্টে প্রবেশের চেষ্টা করে। তবে, এতে ব্যর্থ হয় তারা। এরপরেই সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সেখানে থাকা বহুতল ভবন ধ্বংস হয়ে যায়। সেখানে ২৩ সেনা প্রাণ হারায়। পরে সৈন্যদের পাল্টা আক্রমণে ছয় জঙ্গিই নিহত হয়।

একটি সূত্র বলছে, পাকিস্তান তালেবানের নতুন সহযোগী সংস্থা 'তেহরিক-ই-জিহাদ পাকিস্তান' এই হামলার দায় স্বীকার করেছে। জঙ্গি গোষ্ঠীটি বলছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চেকপোস্টে আক্রমণ চালানো হয়েছে।

এদিকে, পাকিস্তানের সামরিক বাহিনী ডেরা ইমসাইল খানে অপর দু'টি ঘটনায় ২৭ জঙ্গিকে হত্যার দাবি করেছে। সেখানে আরও দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ