মালয়েশিয়ায় মার্কিন দূতাবাসের সামনে তাঁবু গাড়লেন বিক্ষোভারীরা, রাত-দিন প্রতিবাদ চলবে
(last modified Sat, 30 Dec 2023 15:20:10 GMT )
ডিসেম্বর ৩০, ২০২৩ ২১:২০ Asia/Dhaka

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যায় আমেরিকার সমর্থনের প্রতিবাদে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে দেশটির জনগণ।

মালয়েশিয়ার একশ'টি সংগঠনের প্রতিনিধিরা এই বিক্ষোভে অংশ নেন। তারা আমেরিকাকে উদ্দেশ করে বলেছেন, 'তোমরা অবিলম্বে ইসরাইলকে সমর্থন ও সহযোগিতা প্রদান বন্ধ করো, অন্যথায় মালয়েশিয়া থেকে দূতাবাস গুটিয়ে নাও'।

এছাড়া, বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের কাছে তাঁবু টানিয়ে সেখানে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা এসব তাবুতে অবস্থান করবেন বলে জানানো হয়েছে।

মার্কিন দূতাবাসের কাছে স্থাপিত এসব তাঁবুগুলোতে প্রতিদিন ফিলিস্তিনিদের সমর্থনে নানা আয়োজন চলবে এবং আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে শ্লোগান দেওয়া হবে। আমেরিকা ও দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আসা মানুষকে এসব তাঁবু থেকে আপ্যায়ন করা হবে এবং সমর্থন ও সহযোগিতা দেওয়া হবে।

মালয়েশিয়ার এসব গণসংগঠনের প্রতিনিধিরা বলেছেন, রাত-দিন ২৪ ঘণ্টা এসব তাঁবু থেকে শিশু হত্যাকারী ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে শ্লোগান দেওয়া হবে।#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ