“যুদ্ধে ৫ লাখ সেনা হারিয়েছে কিয়েভ; সত্য তথ্য প্রকাশ করা উচিত”
(last modified Mon, 08 Jan 2024 14:44:17 GMT )
জানুয়ারি ০৮, ২০২৪ ২০:৪৪ Asia/Dhaka
  • ইউক্রেনের সেনা
    ইউক্রেনের সেনা

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনের ৫ লাখ সেনা নিহত হয়েছে। এছাড়া, ইউক্রেন প্রতিমাসে গড়ে প্রায় ৩০ হাজার সেনা হারাচ্ছে।

ইউক্রেনের সাবেক প্রসিকিউটর জেনারেল ইউরি লুৎসেনকো একথা বলেছেন। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে সেনা হারানোর বিষয়ে ইউক্রেনের প্রকৃত সত্য প্রকাশ করা উচিত।

তিনি বিশ্বাস করেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ্যে স্বীকার করে এবং দেশের অস্তিত্ব হুমকির মুখে রয়েছে একথা ঘোষণা করে লাভবান হতে পারে। কারণ যেসব নাগরিক যুদ্ধে যোগ দিতে অনিচ্ছুক তাদেরকে এর মাধ্যমে রাজি করানো সহজ হবে। 

রাশিয়ার সাবেক প্রসিকিউটর জেনারেল আরো বলেন, ইউক্রেনের নাগরিকদের অধিকার আছে যুদ্ধক্ষেত্রে তাদের কত সেনা মারা গেছে তা জানার। এই তথ্য তাদেরকে অবশ্যই জানতে হবে। এ বিষয় সম্পর্কে পরিষ্কার চিত্র পেলে যুদ্ধে সেনা পাঠানোর সংকট নিষ্পত্তি হবে।

ইউক্রেনের গণমাধ্যমের সাথে কথা বলার সময় সাবেক এ কর্মকর্তা দেশের দুর্নীতি নিয়ে কথা বলার পাশাপাশি সরকারকে কিছু পরামর্শও দিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ