স্বাধীনতার প্রশ্নে তাইওয়ানকে সিগন্যাল দেয়া বন্ধ করুন
(last modified Thu, 11 Jan 2024 11:23:48 GMT )
জানুয়ারি ১১, ২০২৪ ১৭:২৩ Asia/Dhaka
  • মাও নিং
    মাও নিং

স্ব-শাসিত তাইওয়ান দ্বীপের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সিগন্যাল পাঠানো বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। গতকাল বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের সাথে আমেরিকায় নিযুক্ত তাইওয়ানের ডি ফ্যাক্টো রাষ্ট্রদূত সাক্ষাৎ করার একদিন পর মাও নিং এ সম্পর্কে বক্তব্য দিলেন। তিনি আমেরিকা ও চাইনিজ তাইপের মধ্যে যেকোনো আনুষ্ঠানিক যোগাযোগের বিরুদ্ধে চীনের জোরালো বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেন।

আগামী শনিবার তাইওয়ানে পরবর্তী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আমেরিকা ও চীনের মধ্যকার সম্পর্ক খানিকটা উত্তপ্ত হয়ে উঠেছে। তাইওয়ান নিয়ে আমেরিকা ও চীনের বিরোধ বেশ পুরনো। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও সামরিক সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে একমত হন।

গত নভেম্বরে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এক বৈঠকে এ বিষয়ে একমত হন দুই নেতা। এর মধ্যে তাইওয়ানের নির্বাচন নিয়ে আবার চীন-মার্কিন বিরোধের আশঙ্কা জোরদার হলো।  

এদিকে, ‍আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের পর তাইওয়ানে অনানুষ্ঠানিক প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা করেছে ওয়াশিংটন। গতকাল বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এসব কথা বলেন।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।