আমেরিকার প্রতি কুলেবার প্রকাশ্য আবেদন
ইউক্রেনের সেনাদের প্রক্সি ফোর্স হিসেবে রুশ-বিরোধী যুদ্ধে সমর্থন দিন
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রক্সি ফোর্স হিসেবে ইউক্রেনের সেনাদের সমর্থন দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। তিনি বলেছেন, প্রক্সি ফোর্স হিসেবে ইউক্রেনের সৈন্যদের সমর্থন করার খরচ আমেরিকার সামগ্রিক সামরিক বাজেটের তুলনায় খুবই কম হবে।
তিনি বলেন, এই ধরনের নিরাপত্তা বিনিয়োগ আমেরিকার সামরিক শিল্প কমপ্লেক্সের জন্য লাভজনক হবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেয়ার অবকাশে কুলেবা মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা ওয়াশিংটনের অন্য মিত্রদের মতো সরাসরি মার্কিন সেনাদের যুদ্ধে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি না, আমরা বৈশ্বিক নিরাপত্তা মার্কেটের বিষয়ে সেরা চুক্তির প্রস্তাব দিচ্ছি। আমাদেরকে আপনারা অস্ত্র ও অর্থ দিন এবং আমরা আমাদের কাজ সম্পন্ন করব। এতে আপনাদের অনেক বড় সাশ্রয় হবে, আপনাদের সেনাদের জীবনও বাঁচবে।”
কুলেবা বলেন, তারা মার্কিন করদাতাদের অর্থ চুরি করেননি বরং আমেরিকা তাদের মোট সামরিক বাজেটের খুবই সামান্য একটি অংশ ইউক্রেনকে দিয়েছে। তিনি আরো বলেন, আমেরিকা ইউক্রেনের সামরিক খাতের জন্য যে অর্থ বরাদ্দ দিয়েছে তার একটি অংশ আমেরিকার সামরিক শিল্প খাতে বিনিয়োগ করা হয়েছে যাতে সেখানে অস্ত্র তৈরি করা যায় এবং তা ইউক্রেনে পাঠানো যায়। মার্কিন করদাতাদের কাছে এই বিষয়টি তুলে ধরতে হবে যে, এতে আমেরিকান কমিউনিটির লোকজন লাভবান হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।