আবদুল্লাহিয়ানের আসন্ন পাকিস্তান সফর: সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারই লক্ষ্য
(last modified Thu, 25 Jan 2024 12:53:16 GMT )
জানুয়ারি ২৫, ২০২৪ ১৮:৫৩ Asia/Dhaka
  • পাক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি
    পাক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ইসলামাবাদ সফর প্রতিবেশি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাথে তার দেশের গভীর সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি ওই মন্তব্য করেন।সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে ইরান হামলা চালানোর পর পাকিস্তানও ইরানের সীমান্ত এলাকায় কয়েকটি পাকিস্তানি সন্ত্রাসী ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। ওই ঘটনায় গুরুত্বপূর্ণ দুই মুসলিম দেশের মধ্যকার ঘনিষ্ট সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু উভয় দেশের কর্মকর্তাগণ উত্তেজনা নিরসনে পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারপরই ইসলামাবাদ তেহরানের সঙ্গে উত্তেজনা কমাতে সম্মতির কথা জানান। উভয় দেশ যৌথ বিবৃতি দিয়ে রাষ্ট্রদূতদের পুনরায় পাঠানোর ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী ২৬ জানুয়ারি তাঁরা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবেন বলে কথা রয়েছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি আজ (বৃহস্পতিবার) বলেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানকে সরকারী সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আবদুল্লাহিয়ান ২৯ জানুয়ারিতে পাকিস্তান সফরে যাচ্ছেন বলে সম্মতির কথা জানিয়েছেন।ইসলামাবাদে আন্তর্জাতিক জলবায়ু সংকট সম্মেলনের অবকাশে তিনি ওই তথ্য জানান।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।