হাঙ্গেরিকে হুমকি দিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রেসম্যান
https://parstoday.ir/bn/news/world-i133808-হাঙ্গেরিকে_হুমকি_দিলেন_মার্কিন_রাষ্ট্রদূত_প্রেসম্যান
হাঙ্গেরিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিস প্রেসম্যান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং ন্যাটো জোটের ব্যাপারে হাঙ্গেরি যদি সুষ্ঠুভাবে নীতি অনুসরণ করতে না পারে তাহলে দেশটির ওপর আমেরিকা চাপ সৃষ্টি করতে পারে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৭, ২০২৪ ১৫:৩৪ Asia/Dhaka
  • মার্কিন রাষ্ট্রদূত প্রেসম্যান
    মার্কিন রাষ্ট্রদূত প্রেসম্যান

হাঙ্গেরিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিস প্রেসম্যান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং ন্যাটো জোটের ব্যাপারে হাঙ্গেরি যদি সুষ্ঠুভাবে নীতি অনুসরণ করতে না পারে তাহলে দেশটির ওপর আমেরিকা চাপ সৃষ্টি করতে পারে।

ব্রিটিশ পত্রিকা ফাইনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসম্যান একথা বলেছেন। গতকাল (শুক্রবার) তার এই সাক্ষাৎকার প্রকাশ হয়। সাক্ষাৎকারে তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ভিক্টর অরবানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন। এরমধ্যে রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে ভিক্টর অরবানের অনড় অবস্থান যা মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে যায়।

সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যখন আপনারা হাঙ্গেরির পররাষ্ট্র নীতিকে খেয়াল করবেন তখন দেখবেন তারা ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন তুলছে, ইউক্রেনকে অর্থ সহায়তার দেয়ার ব্যাপারে বিরোধিতা করে পুতিনের সঙ্গে বৈঠক করছে কিংবা রুশ জ্বালানি ব্যবহারের বিকল্প খোঁজার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

মার্কিন রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ভিক্টর অরবানের নীতিকে কোনো প্রশ্ন ছাড়াই রাশিয়ার সহযোগী বলে দেখা যায়। এ অবস্থায় হাঙ্গেরির বিরুদ্ধে আমেরিকার জোর খাটানোর অবকাশ আছে।#

পার্সটুডে/এসআইবি/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।