রাশিয়ার সঙ্গে যুদ্ধে পেরে না ওঠার জের
অবশেষে সেনাপ্রধান জেনারেল জালুঝনিকে সরিয়ে দিলেন জেলেনস্কি
আমেরিকাসহ গোটা পশ্চিমা দুনিয়ার সর্বাত্মক পৃষ্ঠপোষকতা পাওয়া সত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পেরে না উঠে শেষ পর্যন্ত সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনিকে সরিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জেনারেল ওলেক্সান্ডার সাইরস্কিকে নয়া সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
জেনারেল সাইরস্কি ২০১৯ সাল থেকে ইউক্রেনের স্থলবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার এক এক্স পোস্টে দুই বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের জন্য জেনারেল জালুঝনিকে ধন্যবাদ জানিয়ে বলেন, সামরিক নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে।
জেলেনস্কির এক্স পোস্টে জেনারেল জালুঝনির সঙ্গে তার করমর্দনরত একটি ছবি জুড়ে দিয়ে বলা হয়েছে, তিনি বিদায়ী সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং উভয়ে এ বিষয়ে একমত হয়েছেন যে, সেনা-নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন। তিনি জেনারেল জালুঝনিকে ‘তার টিমে’ থেকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
গত বেশ কিছুদিন ধরে গণমাধ্যমে জেনারেল জালুঝনিকে সরিয়ে দেয়ার জল্পনা চলছিল। তাকে সরিয়ে দেয়ার খবর প্রকাশিত হওয়ার পর তিনি দৃশ্যত সামরিক ও রাজনৈতিক নেতৃত্বে ফাটল ধরার বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেছেন। জেনারেল জালুঝনি দাবি করেছেন যে, রুশ হামলার দুই বছরের মাথায় এসে ‘অবশ্যই’ সামরিক কৌশল পরিবর্তনের সময় এসেছে। তিনি বলেন, “২০২৪ সালে এসে আর ২০২২ সালের কৌশল কাজ করছে না। কাজেই সম্মিলিতভাবে রাশিয়ার বিরুদ্ধে জয়লাভ করার জন্য আমাদেরকে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।”
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের ওপর পূর্ণ-মাত্রার হামলা শুরু করার পর এই প্রথম ইউক্রেনের সামরিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন করা হলো। এ সম্পর্কে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরোভ বলেছেন, “যুদ্ধ সব সময় একরকম থাকে না। যুদ্ধের গতিপ্রকৃতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রয়োজনও পরিবর্তিত হয়ে যায়। নতুন নতুন কৌশল নিতে হয়।এ কারণে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনতে হয়েছে।”#
পার্সটুডে/এমএমআই/জিএআর/৯