ইউক্রেনের সেনা প্রধানকে বরখাস্ত
মতভেদ দূর করার অনুরোধ জানিয়েছিলেন ভিক্টোরিয়া নুল্যান্ড
ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনিকে ক্ষমতাচ্যুত না করার জন্য মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অনুরোধ করেছিলেন। কিন্তু তার অনুরোধ রক্ষা করেননি জেলেনস্কি; এতে অখুশি হয়েছেন নুল্যান্ড।
ভিক্টোরিয়া নুল্যান্ড চেয়েছিলেন স্বাভাবিকভাবে সেনাপ্রধানের সঙ্গে জেলেনস্কির মতপার্থক্য দূর হোক। দি টাইমস পত্রিকা এ খবর দিয়েছে। গত বৃহস্পতিবার ইউক্রেনের সেনা প্ধান জালুঝনিকে বরখাস্ত করেন জেলেনস্কি।
এর আগে জানুয়ারি মাসের শেষ দিকে জালুঝনিকে বরখাস্ত করার পরিকল্পনার কথা ছড়িয়ে পড়লে ভিক্টোরিয়া নুল্যান্ড কিয়েভ সফর করেন। সে সময় তিনি ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেড ব্রিঙ্ক এবং ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারভকে ইউক্রেনের প্রেসিডেন্ট এবং সেনাপ্রধানের মধ্যকার মতবিরোধ কমিয়ে আনার ব্যাপারে ভূমিকা রাখার পরামর্শ দেন।
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ভালো ফলাফল না করতে পারার অভিযোগে জালুঝনিকে বরখাস্ত করেন জেলেনস্কি।#
পার্সটুডে/এসআইবি/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।