বিশ্বের দীর্ঘতম অবিচারের অবসান ঘটাতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য
https://parstoday.ir/bn/news/world-i134622-বিশ্বের_দীর্ঘতম_অবিচারের_অবসান_ঘটাতে_ফিলিস্তিন_রাষ্ট্র_প্রতিষ্ঠা_অপরিহার্য
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আরো অনেক কিছু করার প্রয়োজন রয়েছে এবং একমাত্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যদিয়েই বিশ্বের দীর্ঘস্থায়ী এই সমস্যার অবসান ঘটানো সম্ভব।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ১০:৪৯ Asia/Dhaka
  • চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
    চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আরো অনেক কিছু করার প্রয়োজন রয়েছে এবং একমাত্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যদিয়েই বিশ্বের দীর্ঘস্থায়ী এই সমস্যার অবসান ঘটানো সম্ভব।

জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে গতকাল (শনিবার) তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনি জনগণ উদ্বাস্তু অবস্থায় দিনযাপন করছে এবং তারা আজ পর্যন্ত নিজ মাতৃভূমিতে ফিরতে পারেনি। এটা পৃথিবীতে সবচেয়ে দীর্ঘস্থায়ী অবিচার।

গাজা এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের কথা উল্লেখ করে এই সংঘাতের মূল কারণ সনাক্ত করার ওপর গুরুত্বারোপ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংঘাতের কারণ দূর করতে পারলেই মধ্যপ্রাচ্যে শান্তি আসতে পারে। ওয়াং ই দ্রুত গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে গাজায় যে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক শহীদ হয়েছেন তাদের হত্যাকাণ্ডের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ২১ শতকের এই দিনে এমন পরিস্থিতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এ অবস্থায় আমাদের উচিত ফিলিস্তিন সংকটের সঠিক সমাধানের আহ্বান জানানো যা গত ৭০ বছরের বেশি সময় ধরে চলে আসছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর ক্ষেত্রে চীন একটি ফ্যাক্টর এবং সেখানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে বেইজিং।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।