অচলাবস্থা কাটেনি
মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ পিএমএল-এন এবং পিপিপি; সরকার গঠন এখনো অনিশ্চিত
নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ এবং আসিফ আলী জারদারির পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির মধ্যকার আজ (মঙ্গলবার) সকালের বৈঠক কোনো মতৈক্য ছাড়াই শেষ হয়েছে। বৈঠকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি না হওয়ায় নির্বাচনের ১২ দিন পরেও সরকার গঠন অনিশ্চিত অবস্থায়ই থাকলো।
আজকের বৈঠকে দুই দলের সংসদ সদস্যরা যোগ দেন। এর আগে ৪ দফা বৈঠক হয়েছে কিন্তু এখনো সরকার গঠনের ব্যাপারে তারা একমত হতে পারেনি। আজ আবারো দুই দল বৈঠকে বসবে বলে কথা রয়েছে।
নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগের সঙ্গে জোট সরকার গঠনের ব্যাপারে পিপিপি শর্ত দিয়েছে যে, এই দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে। এছাড়া সিনেট চেয়ারম্যান এবং জাতীয় পরিষদের স্পিকার পিপিপি থেকেই নির্বাচিত করতে হবে। দলটি বলেছে, তারা সরকারি কোনো পদ দাবি করবে না বরং প্রধানমন্ত্রীর পদের জন্য মুসলিম লীগের প্রার্থীকে সমর্থন দেবে।
তবে পিপিপির এই দাবির প্রশ্নে পিএমএল-এন এখনো কোনো জবাব দেয়নি। মুসলিম লীগের পক্ষ থেকে বলা হয়েছে, পিপিপির নেতাদের উচিৎ মন্ত্রীত্ব গ্রহণ করা এবং বিরোধীদলে না বসে ট্রেজারি বেঞ্চে বসা।#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।