গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে: স্পষ্টভাষী লুলার মন্তব্য
https://parstoday.ir/bn/news/world-i134842-গাজায়_ইসরাইল_গণহত্যা_চালাচ্ছে_স্পষ্টভাষী_লুলার_মন্তব্য
ব্রাজিলের স্পষ্টভাষী প্রেসিডেন্ট লুলা ডি সিলভা আবারো বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। কয়েকদিন আগে এই ধরনের মন্তব্য করার পর ইসরাইল এবং আমেরিকার সঙ্গে সম্পর্কের মারাত্মক টানাপড়েন সৃষ্টি সত্ত্বেও তিনি আবার এ মন্তব্য করলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০৯:৩৪ Asia/Dhaka
  • গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে: স্পষ্টভাষী লুলার মন্তব্য

ব্রাজিলের স্পষ্টভাষী প্রেসিডেন্ট লুলা ডি সিলভা আবারো বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। কয়েকদিন আগে এই ধরনের মন্তব্য করার পর ইসরাইল এবং আমেরিকার সঙ্গে সম্পর্কের মারাত্মক টানাপড়েন সৃষ্টি সত্ত্বেও তিনি আবার এ মন্তব্য করলেন।

লুলা ডি সিলভা সুস্পষ্ট করে বলেন, ইসরাইল গাজা উপত্যকায় যা করছে তা কোনো যুদ্ধ নয় বরং এটি গণহত্যা। কারণ তারা নারী এবং শিশুদের হত্যা করছে। গতকাল ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

ডি সিলভা বলেন, “এটি গণহত্যা। হাজার হাজার শিশু নিহত হয়েছে এবং হাজারো শিশু নিখোঁজ রয়েছে। ইসরাইলের সেনারা মারা যাচ্ছে না। হাসপাতালগুলোতে নারী এবং শিশুরা মারা যাচ্ছে। এটা যদি গণহত্যা না হয় তাহলে আমি বুঝি না গণহত্যা কাকে বলে।”

লুলা ডি সিলভা বলেন, “আমি মিথ্যার সাথে আপস করি না।” স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে আবারো নিজের জোরালো অবস্থান ঘোষণা করনে তিনি। এর আগে গত রোববার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে দেয়া বক্তৃতায় একই ধরনের কথা বলেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, গাজা উপত্যকায় যা ঘটছে তা কোনো যুদ্ধ নয় বরং এটি গণহত্যা।

তিনি আরো বলেছিলেন, “গাজায় সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর যুদ্ধ হচ্ছে না বরং এটি হচ্ছে অত্যন্ত প্রস্তুত একটি সেনাবাহিনীর সাথে নারী ও শিশুর যুদ্ধ। গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যা চলছে তা ইতিহাসে কখনো ঘটেনি। এটি প্রকৃতপক্ষে তখন ঘটেছিল যখন হিটলার ইহুদিদেরকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল।”#