‘রাশিয়া থেকে ইউরোপীয় রাষ্ট্রদূতদের বহিষ্কার করা উচিত’
https://parstoday.ir/bn/news/world-i135218-রাশিয়া_থেকে_ইউরোপীয়_রাষ্ট্রদূতদের_বহিষ্কার_করা_উচিত’
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদেরকে মস্কো থেকে বহিষ্কার করা উচিত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা দেখা করতে অস্বীকৃতি জানানোর পর এই কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেদেভেদেভ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৫, ২০২৪ ১৫:০০ Asia/Dhaka
  • দিমিত্রি মেদভেদেভ
    দিমিত্রি মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদেরকে মস্কো থেকে বহিষ্কার করা উচিত। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ইইউভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা দেখা করতে অস্বীকৃতি জানানোর পর এই কঠিন প্রতিক্রিয়া ব্যক্ত করেন মেদেভেদেভ।

রাশিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর হস্তক্ষেপ নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী এসব রাষ্ট্রদূতের সাথে আলোচনা করতে চেয়েছিলেন।

গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেইজে দেয়া এক দেয়া পোস্টে তিনি বলেন, “ব্রাসেলস থেকে আশা পরামর্শের কারণে এসব রাষ্ট্রদূত রাশিয়ার পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এটি রাষ্ট্রদূতদের প্রচলিত দায়িত্বের সম্পূর্ণ বিপরীত পদক্ষেপ। ফলে ইইউভুক্ত দেশগুলোর সমস্ত রাষ্ট্রদূতকে রাশিয়া থেকে বহিষ্কার করা উচিত এবং কূটনৈতিক সম্পর্কও কমিয়ে দেয়া দরকার।”#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।