ইসরাইলি নৌ অবরোধ সত্ত্বেও সাইপ্রাস থেকে ত্রাণবাহী জাহাজ যাচ্ছে গাজায়
https://parstoday.ir/bn/news/world-i135534-ইসরাইলি_নৌ_অবরোধ_সত্ত্বেও_সাইপ্রাস_থেকে_ত্রাণবাহী_জাহাজ_যাচ্ছে_গাজায়
ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার উপর যে অবরোধ আরোপ করে রেখেছে তা ভেঙে দেয়ার লক্ষ্য নিয়ে স্পেনের একটি ত্রাণবাহী জাহাজ গাজার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ‘ওপেন আর্মস’ নামে ওই জাহাজটি সাইপ্রাস থেকে এরইমধ্যে গাজার দিকে রওনা দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১২, ২০২৪ ১৯:৪৮ Asia/Dhaka
  • ইসরাইলি নৌ অবরোধ সত্ত্বেও সাইপ্রাস থেকে ত্রাণবাহী জাহাজ যাচ্ছে গাজায়

ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার উপর যে অবরোধ আরোপ করে রেখেছে তা ভেঙে দেয়ার লক্ষ্য নিয়ে স্পেনের একটি ত্রাণবাহী জাহাজ গাজার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ‘ওপেন আর্মস’ নামে ওই জাহাজটি সাইপ্রাস থেকে এরইমধ্যে গাজার দিকে রওনা দিয়েছে।

আজ (মঙ্গলবার) সকালের দিকে সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ওপেন আর্মস। জাহাজটিতে ২০০ টন ময়দা, চাল এবং প্রোটিন জাতীয় খাদ্য রয়েছে। সমুদ্রপথে গাজায় খাদ্য পৌঁছানোর ক্ষেত্রে এই প্রচেষ্টাকে পাইলট প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ইহুদিবাদী ইসরাইলের চলমান বর্বর আগ্রাসন ও ১৬ বছরের অবরোধের কারণে গাজায় ভয়াবহ খাদ্যের অভাব এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে ফিলিস্তিনি জনগণ।

সাইপ্রাস থেকে এই ত্রাণবাহী জাহাজের বহর পাঠানোর ক্ষেত্রে নেতৃত্ব দেয়ার জন্য দেশটির প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলেজের ভূয়সী প্রশংসা করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

তিনি সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে লিখেছেন, “সাইপ্রাস থেকে গাজার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রথম জাহাজ হচ্ছে ‘আশার প্রতীক’। ফিলিস্তিনে ত্রাণ সাহায্য পাঠানোর ক্ষেত্রে আমাদের ক্ষমতার মধ্যে থেকে আমরা সবকিছু করব।”

স্পেনের একটি বেসরকারি সংস্থা এই জাহাজের মালিক। সংস্থাটি সমুদ্রে বিপদগ্রস্ত অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে কাজ করে থাকে।

ইহুদিবাদী ইসরাইল গাজা যুদ্ধ শুরুর পর থেকে সেখানে ত্রাণ সাহায্য পৌঁছানোর ক্ষেত্রে ব্যাপকভাবে বাধার সৃষ্টি করে আসছে। এতে গাজার প্রায় ২৩ লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১২