‘ন্যাটো জোটের সেনাদের ইউক্রেনে মোতায়েন তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হবে’
https://parstoday.ir/bn/news/world-i135694-ন্যাটো_জোটের_সেনাদের_ইউক্রেনে_মোতায়েন_তৃতীয়_বিশ্বযুদ্ধের_কারণ_হবে’
ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদেরকে যদি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয় তাতে সর্বাত্মকভাবে বৈশ্বিক সংঘাত শুরু হবে এবং সেই সংঘাত শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। যুদ্ধের একটা পর্যায়ে ইতালি ইউক্রেনে সেনা মোতায়েন করবে- এমন সম্ভাবনাকে তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৭, ২০২৪ ১৪:০৩ Asia/Dhaka
  • ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি
    ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি

ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনাদেরকে যদি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয় তাতে সর্বাত্মকভাবে বৈশ্বিক সংঘাত শুরু হবে এবং সেই সংঘাত শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। যুদ্ধের একটা পর্যায়ে ইতালি ইউক্রেনে সেনা মোতায়েন করবে- এমন সম্ভাবনাকে তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন।

গতকাল (শুক্রবার) তিনি এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ইতালি শেষ পর্যন্ত ন্যাটো জোটের অধীনে ইউক্রেনে সেনা মোতায়েন করবে কিনা- এমন প্রশ্নের জবাবে তাজানি এই ধারণাকে সম্পূর্ণভাবে নাকচ করে দেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি মনে করি ইউক্রেনে ন্যাটো জোটের প্রবেশ করা উচিত নয়। এটা ভুল হবে। আমাদের উচিত ইউক্রেন নিজেই নিজেকে রক্ষা করুক- সেই ব্যাপারে সহযোগিতা করা; কিন্তু ইউক্রেনে প্রবেশ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে।”

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন নতুন করে টিএফ-২ এবং ফ্রান্স-২ টেলিভিশন চ্যানেলকে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তিনি বলেছেন, ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো উচিত। এরপর ইতালির পররাষ্ট্রমন্ত্রী কার্যত ফরাসি প্রেসিডেন্টের বক্তব্যের বিরোধিতা করলেন।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।