পাকিস্তানের বর্তমান সরকার চার-পাঁচ মাস টিকবে: ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i135860-পাকিস্তানের_বর্তমান_সরকার_চার_পাঁচ_মাস_টিকবে_ইমরান_খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সেদেশের বর্তমান সরকার চার থেকে পাঁচ মাসের বেশি স্থায়ী হবে না। তিনি মনে করছেন, শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের পতন হলে আদিয়ালা জেল থেকে তার মুক্তির পথ প্রশস্ত হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২১, ২০২৪ ১৯:০৫ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সেদেশের বর্তমান সরকার চার থেকে পাঁচ মাসের বেশি স্থায়ী হবে না। তিনি মনে করছেন, শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের পতন হলে আদিয়ালা জেল থেকে তার মুক্তির পথ প্রশস্ত হবে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আজ (বৃহস্পতিবার) ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি হয়েছে। শুনানির পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই'র প্রতিষ্ঠাতা ইমরান খান বলেন, সরকার বেশি দিন টিকবে না বলেই পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি মন্ত্রিসভায় যোগ দেয়নি।

দুর্নীতির মামলাকে ভিত্তিহীন  দাবি করে ইমরান খান বলেন, তার বিরুদ্ধে করা মামলায় সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। এখন যেসব আইনিপ্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, তা শুধুই আনুষ্ঠানিকতা।

পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন, বর্তমান পরিস্থিতি পুরো সিস্টেমকে উন্মোচিত করে দিয়েছে। সবকিছু হেরফের করা হচ্ছে। নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ও এস্টাবলিশমেন্ট সবাই এর সঙ্গে জড়িত।

ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে আমেরিকার নানা অন্যায় পদক্ষেপের সমালোচনা করে প্রশংসিত হয়েছিলেন।#

পার্সটুডে/এসএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।