দায়েশ মস্কোয় হামলা চালাতে পারে- বিশ্বাস করা কঠিন
https://parstoday.ir/bn/news/world-i136070-দায়েশ_মস্কোয়_হামলা_চালাতে_পারে_বিশ্বাস_করা_কঠিন
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ মস্কোর কনসার্ট হলে হামলা চালাতে পারে এটা বিশ্বাস করা কঠিন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৮, ২০২৪ ১৪:১১ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশ মস্কোর কনসার্ট হলে হামলা চালাতে পারে এটা বিশ্বাস করা কঠিন।

ভয়াবহ রক্তক্ষয়ী এই হামলায় অন্তত ১৪৩ জন নিহত হয়েছে। হামলার বিষয়ে রাশিয়ার গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তারা ইউক্রেন এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের দায়ী করে আসছেন।

হামলার পরপরই দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। তবে এ ব্যাপারে মারিয়া জাখারোভা মারাত্মক সন্দেহ পোষণ করে বলেন, হামলার বিষয়ে পশ্চিমাদের যাতে সন্দেহ না করা হয়, এজন্য জরুরিভিত্তিতে কোনো কিছু সামনে আনা দরকার ছিল এবং এজন্যই তারা দায়েশের আশ্রয় নিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ হচ্ছে তাদের হাতের ‘টেক্কা ‘এবং আক্ষরিক অর্থে সন্ত্রাসী হামলার কয়েক ঘন্টা পর পশ্চিমা ও তাদের মিত্রদের গণমাধ্যম সুচারুভাবে দায়েশের বিরুদ্ধে প্রচার শুরু করেছে।

রাশিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফএসবি’র প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ বলেছেন, এই হামলার পেছনে শুধু ইউক্রেন নয় বরং আমেরিকা এবং ব্রিটেন থাকতে পারে। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বলেছে, হামলার পর বন্দুকধারীরা ইউক্রেনে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।