এপ্রিল ১০, ২০২৪ ১৭:২২ Asia/Dhaka
  • ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি অব্যাহত থাকবে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা অভিযান পরিচালনাকারী ইসরাইলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করার জন্য যখন ব্রিটিশ সরকারের ওপর চাপ বাড়ছে তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি করার ব্যাপারে লন্ডনের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এই মন্তব্য করেছেন ক্যামেরন। তিনি ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রিটিশ সরকারের এ অবস্থান স্পষ্ট করেন। ক্যামেরন বলেন, ব্রিটিশ আইনজীবীদের মতামত পর্যালোচনা করার পর ইসরাইলের কাছে অস্ত্রের চালান পাঠানোর কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্রিটিশ পরাষ্ট্রমন্ত্রী এমন সময় তার সরকারের নীতিতে পরিবর্তন না আসার কথা বললেন যখন বেশিরভাগ ব্রিটিশ নাগরিক ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানাচ্ছেন। ইসরাইলের কাছে অস্ত্রের চালান বন্ধ করার দাবিতে সম্প্রতি রাজধানী লন্ডনে বিশাল বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভকারীরা বলছেন, তাদের দেশের অস্ত্র গাজা উপত্যকায় গণহত্যা ও  আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কাজে ব্যবহৃত হচ্ছে। কিন্তু ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ব্রিটেন যেকোনো পদক্ষেপ নেয়ার আগে বিশেষজ্ঞদের মাধ্যমে তা মূল্যায়ন করে। গত ছয়মাসের যুদ্ধের ওপর আইনজীবীদের মূল্যায়ন শেষে ব্রিটিশ সরকার ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ক্যামেরন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ১০

ট্যাগ