প্রেস টিভিকে কেনিয়ার আইনপ্রণেতা
‘ইরানের ট্রু প্রমিজ অভিযানে সারা বিশ্ব খুবই খুশি’
কেনিয়ার প্রভাবশালী সংসদ সদস্য ফারাহ মালিম মোহাম্মাদ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান ট্রু প্রমিজ নামে যে অভিযান চালিয়েছে তাতে সারা বিশ্ব খুবই খুশি। তিনি বলেন, ইরান এই অভিযানের মাধ্যমে মূলত ইহুদিবাদী এবং পশ্চিমা বলদর্পী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। গতকাল (সোমবার) ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি।
ফারাহ মালিম বলেন, ইরান ট্রু প্রমিজ অভিযানের মাধ্যমে বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছে যে, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও পশ্চিমা উপনিবেশবাদী শক্তিগুলো যা করতে চাইবে তা বিনা শাস্তিতে করতে পারবে না। কেনিয়ার এ সংসদ সদস্য আরো বলেন, ইরান নিজেকে ও তার মিত্রদেরকে রক্ষা করতে এবং ইহুদিবাদী ইসরাইলসহ বলদর্পী শক্তিগুলোর বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম।
ফারাহ মালিম বলেন, “তারা মনে করেছিল তারা যাকে খুশি হত্যা করতে পারে, যেকোন জায়গায় যেকোন ব্যক্তির ওপর তারা বোমা হামলা চালাতে পারে এবং এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করার অধিকার আমাদের নেই। কিন্তু ইরান সেই ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। এতে আমি ব্যক্তিগতভাবে খুশি এবং আমি বিশ্বাস করি পশ্চিমা ও ইহুদিবাদী বলদর্পী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কারণে সারা বিশ্ব খুশি।”
কেনিয়ার আইনপ্রণেতা আরো বলেন, “এই বলদর্পী শক্তিগুলো ভেবেছিল তারা যা খুশি তাই করে পার পেয়ে যাবে, কিন্তু ব্যাপারটি আসলে তা হচ্ছে না এবং তোমাদের বলদর্পিতা বিশ্ব আর নীরবে দেখবে না বরং তোমরা তোমাদের কর্মকাণ্ডের পরিণতি দেখবে।”#
পার্সটুডে/এসআইবি/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।