ইসরাইলের প্রতি সমর্থন বন্ধ করুন: আমেরিকাকে ইরান 
(last modified Fri, 26 Apr 2024 09:56:57 GMT )
এপ্রিল ২৬, ২০২৪ ১৫:৫৬ Asia/Dhaka
  • ইসরাইলের প্রতি সমর্থন বন্ধ করুন: আমেরিকাকে ইরান 

আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারীদের যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তার ওপর ব্যাপক ধরপাকড় ও নিপীড়নমূলক অভিযান চালানোর জন্য মার্কিন সরকারের তীব্র নিন্দা ও সমালোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রতি দ্রুত মার্কিন প্রশাসনকে সমর্থন দেয়া বন্ধ করতে হবে। 

গতকাল (বৃহস্পতিবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন আমির আব্দুল্লাহ। তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধযজ্ঞ চালাচ্ছে তার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ প্রতিবাদ করছেন। এইসব প্রতিবাদী মানুষের ওপর মার্কিন সরকার পুলিশ লেলিয়ে দিয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং তাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। মার্কিন সরকারের এই পদক্ষেপ বিশ্ববাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরাইলের প্রতি আমেরিকা যে সর্বাত্মক সমর্থন দিয়ে আসছে তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। এর মধ্য দিয়ে আমেরিকার দ্বৈত নীতি এবং স্ববিরোধী আচরণ বিশ্ববাসীর কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। 

আমির আব্দুল্লাহিয়ান বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যা চালিয়েছে সম্প্রতি খান ইউনুস শহরের নাসের হাসপাতালের চত্বরে গণকবর আবিষ্কারের মাধ্যমে তা সুস্পষ্ট হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরাইল এবং তার সমর্থকরা এই কলঙ্ক আর ঢাকতে পারবে না।

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ