যুক্তরাষ্ট্র জুড়ে শিক্ষার্থীদের ফিলিস্তিনপন্থি আন্দোলন
শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে শতাধিক ইমাম ও ধর্মীয় নেতার সংহতি প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থি যে আন্দোলন ও প্রতিবাদশিবির গড়ে উঠেছে তার সঙ্গে সংহতি জানিয়েছেন দেশটির শতাধিক ইমাম ও ধর্মীয় নেতা।
নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে যুক্তরাষ্ট্রের অন্তত ৪০টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে ফিলিস্তিনপন্থি প্রতিবাদশিবির গড়ে উঠেছে। এসব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পুলিশ ডেকেও বিক্ষোভ সামাল দিতে পারছে না।
এ অবস্থায় আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়েছেন আমেরিকার ১৩৫ জন ইমাম ও ধর্মীয় নেতা। তারা একটি বিবৃতিতে স্বাক্ষর করে বলেছেন, ফিলিস্তিনের জন্য শিক্ষার্থীরা যে সাহসি পদক্ষেপ নিয়েছেন ও যে ত্যাগ স্বীকার করেছেন তারা তার গুণমুগ্ধ প্রশংসা করছেন। বিবৃতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ করে বলা হয়েছে, আপনাদের প্রচেষ্টার ফলে মার্কিন সরকারের নীতিতে পরিবর্তনের আশা তৈরি হয়েছে এবং একটি ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনকারীরা অনুপ্রাণিত হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইমামদের বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এবং ইসরাইলের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার দাবিতে সারাদেশের ক্যাম্পাসগুলোতে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে তা থেকে প্রমাণিত হয় যে, শিক্ষার্থীরা গাজা গণহ্যায় সাহায্যকারী মার্কিন বিশ্ববিদ্যালগুলোকে জবাবদিহীর আওতায় আনতে দৃঢ়সংকল্প।
এদিকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছিল তা যুক্তরাষ্ট্রজুড়ে ৪০টিরও বেশি ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব ক্যাম্পাসে তাঁবু তৈরি করে গাজায় ইসরাইলি হামলা বন্ধের দাবি করছেন শিক্ষার্থীরা। তাদের দাবির মধ্যে রয়েছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরাইলের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক ছিন্ন করার মতো বিষয়।
শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে পুলিশ ডাকা হচ্ছে। কোথাও কোথাও শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।#
পার্সটুডে/এমএমআই/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।