রাফাহ'য় ইসরাইলি আগ্রাসনে গুতেরেসের গভীর উদ্বেগ
https://parstoday.ir/bn/news/world-i137412-রাফাহ'য়_ইসরাইলি_আগ্রাসনে_গুতেরেসের_গভীর_উদ্বেগ
অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইসরাইলি আগ্রাসনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৮, ২০২৪ ১০:৪৩ Asia/Dhaka
  • জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
    জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

অবরুদ্ধ গাজা উপত্যকার সর্বদক্ষিণের ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে ইসরাইলি আগ্রাসনে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি যুদ্ধের পরিধি আর না বাড়িয়ে চলমান যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় মনযোগী হতে দখলদার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইসরাইলি সেনারা গাজার মিসর সীমান্তবর্তী রাফাহ ও কেরেম শ্যালম ক্রসিং বন্ধ করে দেয়ার পর মঙ্গলবার নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে গুতেরেস এ আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব বলেন, “রাফাহতে নতুন করে সামরিক আগ্রাসনে আমি বিরক্ত ও ব্যথিত। রাফাহ ও কেরেম শ্যালম ক্রসিং বন্ধ করে দেয়ার ফলে এরইমধ্যে বিপর্যস্ত হয়ে পড়া গাজার মানবিক পরিস্থিতির আরো অবনতি হবে। এসব ক্রসিংকে অবিলম্বে খুলে দিতে হবে।”

গুতেরেস ইসরাইলকে সতর্ক করে দিয়ে আরো বলেন, গাজার সর্বদক্ষিণের শহর রাফাহতে ইসরাইলি আগ্রাসন হবে “একটি কৌশলগত ভুল, একটি রাজনৈতিক বিপর্যয় ও একটি মানবিক দুঃস্বপ্ন।”

তিনি ইসরাইলকে আগ্রাসন বন্ধ করে চলমান কূটনৈতিক আলোচনায় গঠনমূলকভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। গুতেরেস বলেন, গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর গাজাবাসী যথেষ্ট হত্যা ও ধ্বংসযজ্ঞ সহ্য করেছে। জাতিসংঘ মহাসচিব সুস্পষ্ট করে বলেন, “ভুল করবেন না- রাফাহতে একটি পূর্ণ মাত্রার আগাসন হবে একটি ভয়াবহ মানবিক বিপর্যয়।”

উল্লেখ্য, মঙ্গলবার মিসর ও গাজার মধ্যে একমাত্র সীমান্ত পথ রাফাহ ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী। রাফাহ শহরের আবাসিক এলাকায় সোমবার রাতভর বিমান হামলা চালানোর পর মঙ্গলবার সকালে ইসরাইলি ট্যাংকগুলো ক্রসিংটি দখল করে নেয়।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস সোমবার রাতে কাতার ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে পেশ করা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার পরও তেল আবিব বলেছে যে, তারা রাফাহ শহরে অভিযান চালিয়ে যাবে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।