রাফা আগ্রাসনে সত্ত্বেও ইসরাইলকে অস্ত্র দেয়া বন্ধ করবে না ব্রিটেন
https://parstoday.ir/bn/news/world-i137492-রাফা_আগ্রাসনে_সত্ত্বেও_ইসরাইলকে_অস্ত্র_দেয়া_বন্ধ_করবে_না_ব্রিটেন
গাজা উপত্যকার সর্ব দক্ষিণের শহর রাফায় বড় ধরনের হামলা চালালেও ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করবে না ব্রিটিশ সরকার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার দেয়া এক বক্তৃতায় এ প্রত্যয় জানান।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ১০, ২০২৪ ১৭:২০ Asia/Dhaka
  • ডেভিড ক্যামেরন
    ডেভিড ক্যামেরন

গাজা উপত্যকার সর্ব দক্ষিণের শহর রাফায় বড় ধরনের হামলা চালালেও ইসরাইলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করবে না ব্রিটিশ সরকার। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার দেয়া এক বক্তৃতায় এ প্রত্যয় জানান।

তিনি দাবি করেন, ইসরাইলের কাছে তার দেশের অস্ত্র রপ্তানির সঙ্গে আমেরিকার অস্ত্র রপ্তানির কোনো মিল নেই বরং মৌলিক পার্থক্য রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সরাসরি অস্ত্র দিলেও ব্রিটেন তা করে না বরং ব্রিটিশ সরকার সেদেশের কোম্পানিগুলোকে অস্ত্র রপ্তানির লাইসেন্স প্রদান করে মাত্র।

ক্যামেরন এমন সময় এ বক্তব্য দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবারই এক সাক্ষাৎকারে বলেন, ইসরাইল যদি আমেরিকার নিষেধ অমান্য করে রাফায় ব্যাপকভিত্তিক অভিযান শুরু করে তাহলে তেল আবিবকে গোলাবারুদ দেয়া বন্ধ করে দেবে ওয়াশিংটন; যদিও ইসরাইলি প্রধানমন্ত্রী বলেছেন, রাফায় আগ্রাসন চালানোর জন্য তেল আবিবের কাছে যথেষ্ট অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতায় আরো বলেন, ইসরাইলকে সহযোগিতা করার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোর আরো বেশি সাহস দেখানো উচিত। তবে ইসরাইল যদি গাজায় ব্রিটেনের রেড লাইনগুলো অতিক্রম করে তাহলে লন্ডন তেল আবিবের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেবে কিনা তা জানাতে পারেননি ক্যামেরন।

বিশ্বে অস্ত্র ব্যবসার বিরোধী সংগঠন সিএএটি’র কর্মকর্তা কেইট ফলেন বলেছেন, ক্যামেরনের বক্তব্য দেখে মনে হয় তিনি যেমন ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকারকে স্বীকৃতি দিতে নারাজ তেমনি গাজায় ব্রিটিশ আইন লঙ্ঘিত হলে কী শাস্তি দেয়া হবে তা বলা থেকেও বিরত রয়েছেন। #

পার্সটুডে/এমএমআই/এমএআর/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।