বিশ্ব পরিস্থিতি:
ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ; তাইওয়ানে মার্কিন নতুন অস্ত্রের চালান
পার্সটুডে-রাফাহ শহরে ফিলিস্তিনি শরণার্থীদের ওপর ইসরাইলের নৃশংস ও পাশবিক অপরাধযজ্ঞের নিন্দা জানাতে বিশ্বজুড়ে চলছে গণ-বিক্ষোভ। বার্লিন থেকে বাগদাদ পর্যন্ত এইসব বিক্ষোভে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ। লিবিয়ায় জোরদার হয়েছে ইসরাইলী ও তার সহযোগীদের পণ্য বর্জনের প্রচার-অভিযান।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানে নতুন অস্ত্র সরবরাহের উদ্যোগ নিয়েছে। আর চীন সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে।
ওদিকে নতুন সেনা আকৃষ্ট করতে টিকটক ব্যবহারের কৌশল নিয়েছে জার্মানি! - সাম্প্রতিক ঘণ্টাগুলোতে এসবই হচ্ছে বিশ্বের কয়েকটি বড় খবর।
টোকিও ও সিউলের সঙ্গে সম্পর্ক জোরদারে বেইজিংয়ের পদক্ষেপ
গতকাল (সোমবার) চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নবম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে ঘোষণা করেছেন যে বেইজিং টোকিও ও সিউলের সঙ্গে সবক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা আবারও শুরু করতে আগ্রহী
ওয়াশিংটন: কিয়েভের পরিবর্তে তাইপেতে অস্ত্র পাঠাব
ওয়াশিংটন তাইওয়ানকে সর্বাধুনিক সমরাস্ত্র দেবে এবং ইউক্রেনকে যেরকম পুরনো অস্ত্র দিয়ে এসেছে সেরকমটি তাইওয়ানকে দেবে না বলে ঘোষণা করেছে। চীন মার্কিন সরকারকে তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির আসল হোতা বলে উল্লেখ করে আসছে।
নতুন সেনা আকৃষ্ট করতে জার্মান সশস্ত্র বাহিনীর টিকটক ব্যবহার
জার্মান সশস্ত্র বাহিনী বলেছে নতুন সেনা নিয়োগ দিতে টিকটক নামক সামাজিক মাধ্যম ব্যবহার করবে। এই মাধ্যমটি যুব সমাজের মধ্যে বেশ জনপ্রিয়। চলতি মাসের শেষে গোটা জার্মানিতে এ সংক্রান্ত এক নতুন কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র।
পরমাণু হামলার জন্য ন্যাটোর প্রচেষ্টা সম্পর্কে রুশ জল্পনা
রাশিয়ার সীমান্ত নিরাপত্তা সংস্থার প্রধান কর্মকর্তা জানিয়েছেন ন্যাটো জোট রাশিয়ার সীমান্তের কাছে পরমাণু হামলার মহড়া চালাচ্ছে। রাশিয়ায় সম্ভাব্য পরমাণু হামলার প্রস্তুতি নেয়াই এর উদ্দেশ্য।
ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজুড়ে জাগরণ ও বিক্ষোভ
রাফাহ শহরে ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বিশ্বজুড়ে নানা অঞ্চলে স্বতঃস্ফূর্ত মিছিল ও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। প্রতিবাদীরা গাজায় যুদ্ধ অবসানের ও ইসরাইলি অপরাধযজ্ঞ বন্ধের দাবি জানাচ্ছেন। তুরস্কের ইস্তাম্বুল, জর্দানের রাজধানী আম্মান, ব্রিটেনের ম্যানচেস্টার, ইরাকের রাজধানী বাগদাদ ও জার্মানির রাজধানী বার্লিনসহ বিশ্বের বহু শহরে হয়েছে এইসব বিক্ষোভ।
ইহুদিবাদী ইসরাইল রোববার রাতে রাফাহ'র পশ্চিম উত্তরাংশে শরণার্থীদের নানা কেন্দ্রে ও তাঁবুগুলোতে নির্বিচার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি শহীদ হন।
রাফাহয় ইসরাইলি হামলায় গুতেরেসের নিন্দা
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রাফাহয় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে গতকাল বলেছেন, গাজায় কোনো নিরাপদ স্থান নেই।
লিবিয়ায় জোরদার হয়েছে ইসরাইল ও তার সহযোগীদের পণ্য বর্জনের প্রচার-অভিযান
এদিকে লিবিয়ায় জোরদার হয়েছে ইসরাইল ও তার সহযোগীদের পণ্য বর্জনের গণ-প্রচার-অভিযান। লিবিয় নাগরিকরা এইসব পণ্য বর্জনের পাশাপাশি ইসরাইল-বিরোধী নানা মিছিল বের করে ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বা জাতিগত শুদ্ধি অভিযান বন্ধের দাবি জানিয়েছেন।
আরও কয়েকটি সাম্প্রতিক সংবাদ শিরোনাম:
রাফাহয় ইসরাইলি গণহত্যার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের দাবি আলজেরিয়ার
রাফাহয় ফিলিস্তিনি শরণার্থীদের ওপর ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের অবমাননা: পাকিস্তান
তুরস্কে ইসরাইলি কনস্যুলেটে অগ্নিসংযোগ
গাজায় ইন্দোনেশিয়া হাসপাতালে ইসরাইলের প্রচণ্ড হামলা #
এমএএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।