শি জিনপিং: তাইওয়ানে হামলা চালানোর মার্কিন ফাঁদে পা দেবে না চীন
-
বাইডেন (বামে) ও শি জিন পিং (ডানে)
পার্সটুডে- মার্কিন সরকার চীনকে তাইওয়ানের ওপর হামলা চালাতে প্ররোচিত করছে বলে অভিযোগ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বেইজিং এই ফাঁদে পা দেবে না।
মার্কিন সরকার গত কয়েক দশক ধরে তাইওয়ানের ব্যাপারে বিভ্রান্তিকর নীতি গ্রহণ করেছে। ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছরের এপ্রিলে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লায়েনের সঙ্গে সাক্ষাতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন।
একটি ওয়াকিবহাল সূত্র ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে যে, শি তখনই তার দেশের কর্মকর্তাদেরকে মার্কিন ফাঁদের ব্যাপারে সতর্ক করেছিলেন। তবে তিনি প্রথম কোনো বিদেশি কর্মকর্তা হিসেবে ভন ডেয়ার লায়েনের সঙ্গে সাক্ষাতে বিষয়টি উত্থাপন করেন।
ইউরোপীয় কমিশনের প্রধানের সঙ্গে চীনা প্রেসিডেন্টের সাক্ষাতের পর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শি জিনপিং উরসুলা ভন ডেয়ার লায়েনের সঙ্গে সাক্ষাতে বলেছিলেন যে, তাইওয়ান চীনা স্বার্থের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।
তিনি এ সম্পর্কে স্পষ্ট করে বলেন:
যদি কেউ এই আশা করে যে, চীন তাইওয়ানের ব্যাপারে আপোষ কিংবা পশ্চাদপসরণ করবে তাহলে সে দুঃস্বপ্ন দেখেছে এবং নিজের পায়ে নিজে গুলি করেছে।
ফিনান্সিয়াল টাইমসের খবর অনুযায়ী, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন সরকারের বিরুদ্ধে এই যে হুঁশিয়ারি দিয়েছিলেন সেকথা প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি।
এ সম্পর্কে কিংস কলেজ লন্ডনের ‘চায়না লাইভ’ ইনস্টিটিউটের পরিচালক ‘কেরি ব্রাউন’ এক সাক্ষাৎকারে বিজনেস ইনসাইডারকে বলেছেন: শি’র সতর্কতা এই ইঙ্গিত বহন করে যে, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সাম্প্রতিক আক্রমণাত্মক’ আচরণে ‘সত্যিই বিস্মিত’ হয়েছে এবং ‘চমকে গেছে।’#
পার্সটুডে/এমএমআই/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।