মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের বিরুদ্ধে ইহুদিদের প্রতিবাদ
(last modified Wed, 24 Jul 2024 14:30:44 GMT )
জুলাই ২৪, ২০২৪ ২০:৩০ Asia/Dhaka
  • মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের বিরুদ্ধে ইহুদিদের প্রতিবাদ

পার্সটুডে- মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মহাকালের এক ছোট মানুষ’ হিসেবে অভিহত করে বলেছে, এই ব্যক্তি নিজের রাজনৈতিক স্বার্থ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলেছে।

বিশ্বব্যাপী নিন্দিত ও ঘৃণিত এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রীকে ঘিরে এই মুহূর্তে যেসব খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে সেসবের মধ্যে রয়েছে- নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে আমেরিকায় প্রতিবাদ, নেতানিয়াহুর দুর্বলতা সংক্রান্ত নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ইসরাইলের নেতানিয়াহুকে নিয়ে উত্তেজনা বৃদ্ধি এবং ইসরাইলি রাজনীতিবিদদের মধ্যে মতবিরোধী তীব্র আকার ধারণ। আজকের এ আলোচনায় আমরা পার্সটুডে ফার্সির এসব খবর নিয়ে আলোচনা করব।

মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্য বয়কটের ঘোষণা

আমেরিকা সফররত ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার রাতে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে। কিন্তু আল-জাযিরা জানিয়েছে, গাজা উপত্যকার নিরীহ জনগণের ওপর ভয়াবহ গণহত্যা চালানোর কারণে মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের বহু সদস্য নেতানিয়াহুর বক্তব্যের সময় ওয়াকআউটে থাকবেন। তারা ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে অস্বীকৃতি জানিয়েছেন।

কংগ্রেস ভাষণের পর আগামীকাল (বৃহস্পতিবার) নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও চলতি বছরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও নেতানিয়াহু সাক্ষাৎ করবেন বলে কোনো কোনো বার্তা সংস্থা খবর দিলেও শেষ পর্যন্ত সাক্ষাৎটি হবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

নেতানিয়াহুর বক্তব্যের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদিদের প্রতিবাদ সমাবেশ

বার্তা সংস্থা ইসনা জানাচ্ছে, আমেরিকার ইহুদিদের সংস্থা- মঙ্গলবার মার্কিন কংগ্রেসের সামনে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। তারা অবিলম্বে গাজা যুদ্ধ ও ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধ করার দাবি জানান। বিক্ষোভকারীদের একাংশ এরইমধ্যে কংগ্রেস ভবনে ঢুকে পড়েন এবং তারা নেতানিয়াহুর বুধবারের ভাষণের প্রতিবাদে সেখানে অবস্থান ধর্মঘট করেন। বিক্ষোভকারী ইহুদিরা গাজা যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতিবাদকারীদের ওপর চড়াও হয় এবং তাদেরকে লাঠিপেটা করাসহ তাদের বেশ কয়েকজনকে আটক করে।

বার্নি স্যান্ডার্স: মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানো লজ্জাজনক

প্রখ্যাত মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স তার দেশের কংগ্রেসে ভাষণ দিতে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, খুব শিগগিরই আন্তর্জাতিক ফৌজদারি আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে।

তিনি বলেন, নৈতিকভাবে আমাদের গাজা সংকটকে উপেক্ষ করা উচিত নয়। মার্কিন জনগণের ট্যাক্সের টাকায় গাজায় নিক্ষেপের জন্য বোমা পাঠানো হচ্ছে। নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ অভিহিত করে স্যান্ডার্স বলেন, এই প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে একজন যুদ্ধাপরাধীকে বক্তব্য  রাখার সুযোগ দেয়া হচ্ছে।

‘মহাকালের এক ছোট মানুষ’ নেতানিয়াহু

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষক টমাস ফ্রেডম্যান যুদ্ধবাজ ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমেরিকা সফর সম্পর্কে এক নিবন্ধ লিখেছেন।  এতে তিনি ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মহাকালের এক ছোট মানুষ’ হিসেবে অভিহত করে বলেছেন, এই ব্যক্তি নিজের রাজনৈতিক স্বার্থ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলেছে।

লাপিদ: নেতানিয়াহু যেন হামাসের সঙ্গে শান্তি মেনে নেন

সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা ইয়ায়ির লাপিদ বলেছেন, নেতানিয়াহু কংগ্রেসে যে ভাষণ দেবেন তাতে তিনি যেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়ার ঘোষণা দেন; কারণ, কেবলমাত্র একটি চুক্তি করার মাধ্যমেই গাজায় আটক ইসরাইলি পণবন্দিদের মুক্ত করে আনা সম্ভব।

লাপিদ এ সম্পর্কে তার এক্স পেজে আরো লিখেছেন: নেতানিয়াহুকে শেষ পর্যন্ত হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিতেই হবে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৪

ট্যাগ