বিশ্বজুড়ে ইহুদিবাদী ইসরাইল বিরোধী বিক্ষোভ অব্যাহত
(last modified Fri, 27 Sep 2024 13:08:11 GMT )
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১৯:০৮ Asia/Dhaka
  • বিশ্বজুড়ে ইহুদিবাদী ইসরাইল বিরোধী বিক্ষোভ অব্যাহত
    বিশ্বজুড়ে ইহুদিবাদী ইসরাইল বিরোধী বিক্ষোভ অব্যাহত

পার্সটুডে: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের ব্যাপারে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা যখন উদ্বেগ প্রকাশ করছেন সে সময় বিশ্বজুড়ে ইহুদিবাদ বিরোধী বিক্ষোভও অব্যাহত রয়েছে।

পার্সটুডে আরও জানিয়েছে, লেবাননে ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে ধর্ম-বর্ণ-নির্বিশেষে ব্রিটেনের বিভিন্ন শ্রেণী ও স্তরের শান্তিকামী জনগণ এবং সংগঠন বিক্ষোভ করেছে।

বিক্ষোভে অংশগ্রহণকারী জনতা ফিলিস্তিনী জনগণের সমর্থনে এবং ইসরাইলি অপরাধের নিন্দা জানিয়ে শ্লোগান দেয়। তারা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতেও শ্লোগান দেয়।

প্রায় ১২ মাস আগে থেকে ব্রিটিশ জনগণ সে দেশের বিভিন্ন শহরে নিয়মিত বিক্ষোভ করে আসছে। তারা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা এবং ইহুদিবাদী ইসরাইলকে লন্ডনের সামরিক, আর্থিক ও রাজনৈতিক সমর্থন বন্ধ করারও দাবি জানিয়ে আসছে।

গাজা ও লেবাননে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে সুইজারল্যান্ডের জেনেভা ইউনিভার্সিটির ছাত্র আন্দোলনকারীরাও। ছাত্ররা ফিলিস্তিন এবং লেবাননের সমর্থনেও শ্লোগান দেয়। আল-মায়াদিন টিভির কর্মকর্তা মূসা আসি জানান জেনেভা ইউনিভার্সিটিতে এটাই প্রথম বিক্ষোভ নয়। ফিলিস্তিনের সমর্থনে এর অঅগেও বহুবার বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্ররা।

আগামিকাল (শনিবার) সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুজানেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হবে।#

 

ট্যাগ