ইমাম খামেনেয়ীর ভাষণের ব্যাপারে পশ্চিমা গণমাধ্যমের প্রতিক্রিয়া
‘ইরানের সর্বোচ্চ নেতা ইসরাইলের পাশাপাশি আমেরিকাকেও হুমকি দিয়েছেন’
পার্সটুডে- ছাত্র দিবস উপলক্ষে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দেয়া ভাষণ বিশ্বের ইংরেজি ভাষার গণমাধ্যমগুলো শীর্ষ শিরোনামের খবর হিসেবে প্রচার করেছে। এসব গণমাধ্যম খবরটির যে শিরোনাম করেছে তা মোটামুটি ছিল এরকম- “ইসরাইলি হামলার বিরুদ্ধে কঠোর, বিধ্বংসী ও দাঁতভাঙা জবাব দেবে ইরান।’
বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী হামলার জবাবের ধরন সম্পর্কে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ পশ্চিমা গণমাধ্যমগুলোতে ফলাও করে প্রচারিত হয়েছে। এসব গণমাধ্যম অতি গুরুত্ব দিয়ে এ সংক্রান্ত খবর প্রচার করেছে এবং এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ কি-ওয়ার্ড ব্যবহার করেছে।
বার্তা সংস্থা অ্যাসোশিয়েটেড প্রেস বা এপি লিখেছে: ইরানের সর্বোচ্চ নেতা ইসরাইলি হামলার কঠোর জবাব দেয়ার হুমকি দিয়েছেন।
ইংরেজি ভাষার এই গণমাধ্যমটি একই বিষয়ে অন্যান্য ইরানি কর্মকর্তারও বক্তব্য তুলে ধরে বলেছেন: ইরানি কর্মকর্তারা বলছেন, দেশটি গত ২৬ অক্টোবরের ইসরাইলি হামলার জবাব দেবে।
মার্কিন নিউজ চ্যানেল এনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা ইসরাইলের পাশাপাশি আমেরিকাকেও হুমকি দিয়েছেন।
মার্কিন এই গণমাধ্যমটি সর্বোচ্চ নেতার বক্তব্যের মধ্য থেকে যে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছে সেটি হচ্ছে, ইরান ও প্রতিরোধ অক্ষের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের কুচক্রী পদক্ষেপের প্রতিশোধ নিতে তেহরান ওয়াশিংটন ও তেল আবিবকে দাঁতভাঙা জবাব দেবে।
কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরা ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ সম্পর্কিত খবরের শিরোনাম করেছে এরকম- আমেরিকা ও ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। এটি বলেছে: আয়াতুল্লাহ খামেনেয়ী ওয়াশিংটন ও তেল আবিবকে ইরানবিরোধী পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
মার্কিন নিউজ চ্যানেল সিএনএন আরেক ধাপ এগিয়ে এসে বলেছে: “ইসরাইল ও আমেরিকাকে দাঁতভাঙা জবাব দিতে ইরানের সর্বোচ্চ নেতার শপথ।” এটির খবরে বলা হয়েছে, অক্টোবর মাসে ইরানের সামরিক স্থাপনাগুলোতে ইসরাইলি হামলার পর আয়াতুল্লাহ খামেনেয়ী তেল আবিবকে কঠোর জবাব দেয়ার হুমকি দিয়েছেন।
মার্কিন নিউজ চ্যানেল আইবিসি তার প্রতিবেদনে জানিয়েছে: ইরানি কর্মকর্তারা এতদিন ইসরাইলি হামলার জবাব দেয়ার যে কথা বলে আসছিলেন, দেশটির সর্বোচ্চ নেতা তার ভাষণে সে কথারই পুনরাবৃত্তি করলেন। এই গণমাধ্যম সর্বোচ্চ নেতার ভাষণের সময় সেখানে উপস্থিত কয়েকজন ইরানি নাগরিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমেরিকাকে পশ্চিম এশিয়া থেকে তার সেনা প্রত্যাহার করে নিতে হবে। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/৪